মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে ফলচাষের আধুনিক চাষাবাদ ও ফলন বৃদ্ধি বিষয়ক কৃষক প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। ১০ ই ফেব্রুয়ারী সোমবার সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত বরিশাল রহমতপুর হর্টিকালচার সেন্টারে দিনব্যাপী এই আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষনে ৩০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। দিন ব্যাপী ফলগাছের আধুনিক চাষাবাদ ও ব্যবস্হাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধির কৌশল অবলম্বন করার বুনিয়াদি প্রশিক্ষন প্রদান করা হয়।
যাতে হাতে কলমে চারা উৎপাদন, কাটিং,কলম,পরিচর্যা,রোগবালাই দমন,সঠিক জাত, চারা বাছাইসহ সকল বিষয় নিয়ে প্রজেক্টর ও সরেজমিনে অবহিত করা হয়।
নার্সারী ব্যবস্হাপনা,মাশরুম উৎপাদন, সবজি চাষ নিয়েও বিস্তারিত তথ্য প্রদান করা হয়।মাঠ পর্যায়ে প্রতিটি বিষয়কে সরাসরি ভাবে প্রশিক্ষানার্থীদের ধারণা দেন।যাতে ব্যক্তি ও বানিজ্যিকভাবে উৎপাদনের কলাকৌশল অর্জন করতে পারে।
এছাড়া হর্টি কালচার থেকে স্বল্প মূল্যে বিভিন্ন চারা সংগ্রহ করা যাবে সে বিষয়ে অবগত করা হয়। উক্ত প্রশিক্ষন প্রদান করেন হর্টিকালচার সেন্টার রহমতপুর, বরিশাল এর উপ পরিচালক কৃষিবিদ মোঃ অলিউল আলম, বৈজ্ঞানিক কর্মকর্তা অঞ্জন কুমার দাস,কৃষি গবেষণা কেন্দ্র, রহমতপুর,বরিশাল এবং কৃষিবিদ নজরুল ইসলাম শিক্ষা অফিসার বরিশাল।