সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং বি ১৯০১ বরিশাল বিভাগীয় কর্মী সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং কেন্দ্রীয় শ্রমিকদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর ।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর শ্রমিকদলের আহবায়ক এবং বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ খান , বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ দিদার হোসেন , বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ সভাপতি মোঃ এমাম হোসেন ,
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আহমেদ চৌধুরী অপু , বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ , বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল হাসান টুটুল , বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের দপ্তর সম্পাদক মোঃ মোজাম্মেল হক , বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক আফসার উদ্দিন আহমেদ ,
বরিশাল জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল হক ফরাজী , বরিশাল মহানগর শ্রমিকদলের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম , বরিশাল জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম , বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন খান ,
ঢাকা পানি ভবন শাখা কমিটির সদস্য সচিব এস এম মাহমুদুন নবী জুয়েল । বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের বরিশাল বিভাগের অন্তর্গত জেলা পিরোজপুর ঝালকাঠি ভোলা বরগুনা পটুয়াখালী থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ মহিউদ্দিন । অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন জাতীয় কমিটির সদস্য মোঃ আব্দুর রহিম । অত্যাবশকীয় পরিসেবা আইন বাতিল , সকল প্রকার দখল ,
দুঃশাসন , দুর্নীতি বন্ধ সহ অবাধ ট্রেড ইউনিয়ন গঠনের অধিকারের দাবীতে বক্তব্য উপস্থাপন করা হয় । তারেক রহমানের দিক নির্দেশনা মতে আগামী দিনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন কে ঢেলে সাজানো হবে ।
আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে বেগম খালেদা জিয়ার হাত কে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ পরিচালনা করতে হবে । বি ১৮৮৭ এবং বি ১৮৮৮ বিগত দিনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন কে প্রশ্নবিদ্ধ করেছে । Water & Power Development Board পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড নামে আত্মপ্রকাশ করে ।
আওয়ামী লীগ জাতীয় পার্টি থেকে ধার করা সংগঠন দখলের মাধ্যমে শ্রমিক সংগঠন গড়ে তোলে । বি ৫১৭ কমিউনিস্ট পার্টির মৃতপ্রায় সংগঠন ছিলো । স্বৈরশাসক এরশাদ কর্তৃক সৃষ্ট জঞ্জাল , ফ্যাসিস্ট হাসিনার রেখে যাওয়া আওয়ামী দোসরদের বিরুদ্ধে বর্তমানে লড়াই সংগ্রাম চলমান রয়েছে ।
চাকুরী স্থানীকরণের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন ।
স্বাধীনতার ঘোষক জেড ফোর্সের অধিনায়ক মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ বুকে ধারণ করে সাম্য এবং মানবিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন অগ্রণী ভূমিকা পালন করবে ।