বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত কলাপাড়ায় ডাকাত দলের ৬ সদস্য আটক মৎস্যজীবী দলের দোয়া মুনাজাত বাউফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ বাউফলে আগষ্টের গনঅভ্যুত্থানে নিহত শহীদদের উদ্দেশ্যে স্মরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় তারেক রহমান’র মুক্তির খবরে আনন্দ মিছিল কলাপাড়ায় উড়ন্ত মৃদু বিষধর বিলুপ্তপ্রায় লাউডগা সাপ উদ্ধার কলাপাড়ায় যাত্রীবাহি ৩ টি বাস থেকে ২৫ মন জাটকা ইলিশ জব্দ কলাপাড়ায় শের-ই বাংলা নৌ ঘাঁটিতে নৌবাহিনীর নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি দেওয়ায় দোয়া মাহফিল শ্রমিকদলের আলোচনা সভা এবং দোয়া মুনাজাত নগরীতে নিখোঁজ কলেজ ছাত্রী মিলা বাউফলে একই রাতে দুই বাড়িতে ডাকাতি বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের কর্মসূচি কুয়াকাটায় সানভিউ প্রপার্টিজ এমডির বিরুদ্ধে ১ কোটি ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
মহিপুরে সমবায় অফিসার কে ঘুষ না দেওয়ায় আদালতে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ

মহিপুরে সমবায় অফিসার কে ঘুষ না দেওয়ায় আদালতে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  :

পটুয়াখালীর কলাপাড়ায় আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে উপজেলা সমবায় অফিসার মো: আব্বাস আলী’র বিরুদ্ধে।

এ ঘটনায় মো: আ: রহমান মৃধা বাদী হয়ে কলাপাড়া উপজেলা সমবায় অফিসার মো: আব্বাস আলী কে আসামি করে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলাটি দায়ের করেছেন।

আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তের আদেশ দিয়েছেন। মামলার বাদী উপজেলার মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের মো: মুনসুর আলী মৃধা’র ছেলে আ: রহমান মৃধা উল্লেখ করেন, কলাপাড়া উপজেলা সমবায় অফিসার মো: আব্বাস আলী সরকারী চাকুরী বিধি লঙ্ঘন করে স্বীয় পদে কর্মরত আছেন।

নিয়মিত সময়ে অফিসে না আসা, ঘন্টার পর ঘন্টা সেবাপ্রার্থী মানুষদেরকে অহেতুক বসিয়া রাখা, নিজের পদমর্যাদাকে দাম্ভিকতা ও রক্তচক্ষু প্রদর্শন করে সেবাপ্রার্থী জনসাধারনকে হেয় প্রতিপন্ন করছে।

এতে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। আরো উল্লেখ করেন, আমি এক জন মসজিদের ইমাম, বর্তমানে মুন্সিগঞ্জ আছি, আমি বিজ্ঞ আদালতে ইং ২৯ মার্চ ২০২৪ তারিখ ২ জনকে আসামী করে সি.আর ৫৯২/২৪ ধারা ৪০৬/৪২০/৫০৬ (।।) ধারায় মামলা আনায়ন করলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে কলাপাড়া উপজেলা সমবায় অফিসারকে তদন্তের জন্য নির্দেশ প্রদান করেন। অত্র মামলার নথি প্রাপ্ত হয়ে উক্ত সি.আর ৫৯২/২৪নং মামলার আসামীদের দ্বারা প্রভাবিত হয়ে মোটা অংকের উৎকোচ গ্রহণ করে আর্থিকভাবে সুবিধা ভোগ করে আমার উক্ত ৫৯২/২৪নং মামলার সঠিক তদন্ত না করে তদন্তের বাহানা, সরেজমিনে তদন্ত না করে দায়সাড়াভাবে কাগজে কলমে ইং ২৩ জুন ২০২৪ তারিখ আমাকে প্রয়োজনীয় কাগজপত্র সহ তার কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করলে আমি ধার্য্য তারিখ প্রয়োজনীয় কাগজপত্র ও সাক্ষীদেরকে নিয়ে হাজির হই। উক্ত সি,আর কার্ড নং- ৫৯২/২৪নং মামলার আসামীরা হাজির না হইলে অত্র আসামী পূনরায় ৩০ জুলাই ২০২৪ তারিখ আমাকে প্রয়োজনীয় কাগজপত্র সহ তাহার কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করেন। ২৪ অক্টোবর ২০২৪ তারিখ

আমি কতিপয় সাক্ষীদেরকে নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ আসামীর অফিসকক্ষে হাজির হই। কলাপাড়া উপজেলা সমবায় অফিসার মো: আব্বাস আলী আমার কাছে নগদ এক লক্ষ টাকা ঘুষ দাবী করে, তার দাবিকৃত টাকা দিতে পারলে আমার পক্ষে তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করবে।

আমি অত্র ন্যায়ত কাগজপত্র পর্যালোচনা করে সঠিকভাবে তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দেয়ার জন্য অনুরোধ করলে সমবায় অফিসার আমার সহিত অসদ আচরণ এবং গালমন্দ দিয়ে সাক্ষীদের মোকাবেলায় আমাকে তার অফিস থেকে তাড়িয়ে দেয়।

এবং হুমকি দিয়ে বলে তার দাবিকৃত এক লক্ষ টাকা দিতে না পারলে বিজ্ঞ আদালতে আমার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। আমি উক্ত বিষয় আমার নিয়োজিত আইনজীবীকে অবহিত করি। আমার আইনজীবী তদন্ত কর্মকর্তাকে মোবাইল ফোনের মাধ্যমে সুষ্ঠু ও ন্যায়ত: উক্ত সি,আর ৫৯২/২৪নং মামলার তদন্তের দাবী জানান। আজ কাল বলে দীর্ঘ ৬ মাস যাবত বাদীর কাগজপত্র পর্যালোচনা ও সাক্ষী প্রমান গ্রহণ না করে টাকা ঘুষের দাবীতে বাদীকে ঘুরাচ্ছে বলে মামলায় উল্লেখ করেন। এ বিষয়ে কলাপাড়া উপজেলা সমবায় অফিসার মো: আব্বাস আলী বলেন,আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিক্তিহীন।

আমি সঠিক তদন্ত করে প্রতিবেদন আদালতে জমা দিয়েছি।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD