বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :
পটুুয়াখালীর কলাপাড়ায় উপজেলা কৃষক সমিতির উদ্যেগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল তিনটার দিকে উপজেলার তেগাছিয়া বাজারে কৃষকদের ন্যায্য দাবী তুলে ধরে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়।
দাবী গুলোর মধ্যে ছিল, ধানের মন ৪৬ কেজির পরিবর্তে ৪০ কেজিতে পরিমাপ করা, সকল প্রকার স্লুইস, খাল,বিল,নদী নালা,জলাশয় অবমুক্ত করা, কৃষকদের কাছ থেকে লাভ জনক মূল্যে ধান ক্রয় করা,পল্লী রেশনিং চালু, সকল প্রকার খালের লীজ বাতিল সহ বিভিন্ন দাবীতে এ কর্মসূচি পালন করা হয়।
এতে সভাপতিত্ব করেন,স্থানীয় কৃষক শাহআলম হাওলাদার। এসময় বক্তব্য রাখেন, কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জি,এম মাহবুবুর রহমান, সহ সভাপতি আমিনুল ইসলাম, সম্পাদক আতাজুল ইসলাম, সদস্য কমরেড নাসির তালুকদার, প্রচার সম্পাদক নয়নাভিরাম গাঈন সহ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এক শ্রেনীর মহাজন ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে ৪৬ কেজিতে ধানের মন কিনে নিজেরা ৪০ কেজিতে মন বিক্রি করছে। যাতে কৃষকের ধান মনে ৪ কেজি করে লোপাট করছে। এছাড়া কৃষকের স্বার্থে কোন খাল লিজ দেয়া যাবে না।
তারা আরো বলেন’ কৃষক বাঁচলে দেশ বাঁচবে।
মোয়াজ্জেম হোসেন।
কলাপাড়া,পটুয়াখালী।