সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা ও কলাপাড়ায় আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে রাসমেলা।
আর এ রাস উৎসব ঘিরে কুয়াকাটায় ৩ লক্ষাধিক লোক সমাগমের আশা রাসমেলা উদযাপন পরিষদের। তাই রাসমেলা ও রাসপূর্নিমা উদযাপন উপলক্ষে কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সভা।
সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, কলাপাড়া সেনা ক্যাম্প কমান্ডার শাবাব ও উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারসহ রাস উদযাপন কমিটি এবং প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় আগত ভক্ত বৃন্দের সুপেয় পানি ও পয়নিষ্কান ব্যবস্থাসহ আইশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।উল্লেখ্য প্রায় ২০০ বছর ধরে কুয়াকাটা ও কলাপাড়ায় এ রাসমেলা উদযাপন হয়ে আসছে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া