বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে বরিশাল সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আলী হায়দারের নেতৃত্বে সোমবার সকালে চরবাড়িয়া ইউনিয়নের মুকুন্দপট্টি ২ নং ওয়ার্ডে সমাজের অবহেলিত অসহায় জনগোষ্ঠীর কল্যাণার্থে ফ্রী মেডিকেল ক্যাম্প ঔষধ বিতরণ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয় ।
ব্যতিক্রমী এই আয়োজনে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দক্ষ ও অভিজ্ঞ মেডিকেল টীমের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের পাঁচ শতাধিক নিম্ন আয়ের মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা এবং আনুসঙ্গিক ঔষধপত্র সরবরাহ করা হয় ।
মহতি এই আয়োজন ফিতা কেঁটে উদ্বোধন করেন সদর উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মামলা হামলার শিকার কর্মীবান্ধব ত্যাগী যুবনেতা আলী হায়দার ।
বিশেষভাবে বয়োবৃদ্ধ থেকে শুরু করে স্বাভাবিক চলাফেরায় অক্ষম ব্যক্তিদের মেডিকেল ক্যাম্পে নিয়ে আসা থেকে শুরু করে বাড়ীতে পৌঁছে দিতে স্বেচ্ছাসেবকের সার্বিক দায়িত্বে নিয়োজিত ছিলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদি হাসান সকাল , যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান ,
যুগ্ম আহবায়ক আরিফুর রহমান তালাস সহ বরিশাল সদর উপজেলার আওতাধীন ১০ ইউনিয়নের উল্লেখযোগ্য সংখ্যক নেতৃবৃন্দ ।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশ বাস্তবায়নে বরাবরের মত এবার যেকোন প্রকার র্যালী , সমাবেশ , কেক কাঁটা সহ গতানুগতিক অনুষ্ঠানের আয়োজন কে পাশ কাঁটিয়ে দেশ ও দশের কল্যাণে আর্ত মানবতার সেবায় নিঃস্বার্থভাবে নিয়োজিত হবার ব্রত নিয়ে দিনব্যাপী এই চিকিৎসা শিবিরের কর্মসূচী হাতে নেয়া হয়েছে বলে জানান সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আলী হায়দার ।
তিনি আরো বলেন , করোনাকালীন সেই বিভীষিকাময় মূহুর্তে জেলা যুবদলের সাবেক সভাপতি মানবতার ফেরীওয়ালা খ্যাত প্রখ্যাত যুবনেতা বি এন পির সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত এ্যাড পারভেজ আকন বিপ্লবের সার্বিক দিক নির্দেশনায় সদর উপজেলা যুবদলের নেতৃবৃন্দ নিজেদের জীবনের মায়া ত্যাগ করে ভীষণ ঝুঁকি নিয়ে বরিশাল মহানগরীতে সহস্রাধিক করোনা আক্রান্ত অসহায় রোগীকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের পাশাপাশি খাদ্য সহায়তা প্রদান করেছেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ।
আমন্ত্রিত অতিথি হিসেবে জনকল্যাণমুখী এই ফ্রী মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে উপস্থিত সকলের সম্মুখে অনুভূতি ব্যক্ত করেন চরবাড়িয়া ইউনিয়ন বি এন পির সাবেক সভাপতি এবং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা বি এন পির সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল ইসলাম সাবু , চরবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম আব্বাস প্রমুখ ।