বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন
বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বাবা মা হারা ভাই বোনের জীবন অতিষ্ট করে ফেলেছেন স্থানীয় মনিরুল ইসলাম শিপন (২৩) নামে এক লম্পট তরুন। সিপন উপজেলার নওমালা ইউনিয়নের বিডিসি এলাকার নজরুল রাড়ীর ছেলে।
সূত্রমতে জানা যায়, সিপন ওই ছাত্রীর নামেই একটি ফেইসবুক আইডি খুলে। সেখানে বিভিন্ন সময় আপত্তিকর ছবি পোস্ট করে থাকে।
ঘটনাটি ছাত্রীর ভাই বেল্লাল হোসেন শুনে সিপনকে সাবধান হতে বলায়, দলবল নিয়ে পিটিয়ে আহত করে তাকে।
সন্ধ্যায় উপজেলার বিডিসি এলাকায় ওই ঘটনা ঘটলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে এনে ভর্তি করান।
বাউফল থানার ওসি মো. আবুল কালাম জানান, পারভীন আক্তারের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি
তারিখ-০৬/১০/২৪