বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ঃ
বরিশালের হিজলা মেহেন্দিগঞ্জ সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাতের অনুসারি নেতা
বিগত সরকারের সময়ে বিএনপির বিভিন্ন সভা সমাবেশ হামলাকারী প্রধান নিজামুল
হক নয়ন জমাদ্দারের হাত ধারালো অস্ত্রধারা কুপিয়ে বিচ্ছিন্ন করা মামলার আসামী শুভকে
উপজেলার শ্রিপুর ইউনিয়ন থেকে দীর্ঘদিন পর পুলিশ আটক করে আদালতে সোপদ্র করা
হলে আদালত বুধবার শেষ কার্যদিবসে জেল হাজতে প্রেরন করে।
বিষয়টি নিশ্চিত করেন মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমাদুল করিম।
স্থানীয় সূত্রে জানা গেছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় মেহেন্দিগঞ্জে সংসদ
সদস্য পঙ্কজ দেবনাতের একক ক্ষমতা বিরাজ করারকালীন সময় স্থানীয় আওয়ামী লীগের মধ্যে
দুটি গ্রæপে বিভক্ত হয়ে পড়ে।
সেই সময় উক্ত এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করত স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা।
উক্ত ঘটনার জের হিসাবে ২২ সালে পঙ্কজ দেবনাথের অনুসারী ত্রাসের রাজত্ব কায়েমকারী
নয়ন জমাদ্দারকে দলীয় কোন্দলের জের হিসাবে শুভ সহ বেশকিছু আওয়ামী লীগের সদস্যরা
কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলে।
এই ঘটনায় একটি মামলা হলেও পুলিশ সেসময় দলীয় অপর গ্রæপের প্রভাবে শুভকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা বলেন বিগত সরকারের সময়ে মেহেন্দিগঞ্জে বিএনপি কোন কর্মসূচি দিলে এমপি পঙ্কজের নির্দেশে পুলিশের আগে না হয় পুলিশের সামনে নয়ন জমাদ্দার বিএনপি সকল কর্মসূচি হামলা করে পন্ড করে দিত।
ওসি এমাদুল করিম জানায় আটক শুভুর বিরুদ্ধে ২২ সালে নয়ন জমাদ্দারের হাত বিচ্ছিন্ন করা সহ তিনটি মামলায় আদালত থেকে ওয়ারেন্ট জারী করা ছিল আমরা তাকে একজন পলাতক আসামী হিসাবে তাকে গ্রেফতার করে আদালতে সোপ্রদ্র করেছি।
শামীম আহমেদ
বরিশাল,
৩-১০-২৪-ইং।