বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, কলাপাড়া আয়োজিত বৃহস্পতিবার(০৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান খান।
এ সময় উপজেলার মাধ্যমিক স্তরের সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ এবং ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সভায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় দাবা, সাঁতার ও কাবাডি এই ৩টি ইভেন্ট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এ লক্ষ্যে প্রতিটি ইভেন্ট পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম বলেন, খেলাধুলার বিস্তারে উপজেলার ১২টি ইউনিয়নে ১২টি খেলার মাঠ এবং ১টি ইনডোর স্টেডিয়াম করা হবে।এছাড়া ১টি মিনি স্টেডিয়াম করার পরিকল্পনা রয়েছে।
তিনি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে শিক্ষকদের অনুরোধ করেন।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
০৩/১০/২০২৪