বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতাঃ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে হাত পা বাঁধা অজ্ঞান অবস্থায় জসিম উদ্দিন (২৩) নামের এক যুবককে উদ্ধার করছে স্থানীয় জেলেরা।
বুধবার (২ অক্টোবর) রাতে পৌরসভার ২ নং ওয়ার্ড মাঝিবাড়ি সংলগ্ন সমুদ্র সৈকত থেকে তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হয়। উদ্ধারকৃত যুবক জসিম উদ্দিনের বাড়ী মির্জাগঞ্জ উপজেলার মাধবদি ইউনিয়নের কাঠালতলী গ্রামে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা। তার বাবার নাম শাহ আলম।
হাসপাতালে নিয়ে আসা ভ্যান চালক কবির হোসেন বলেন, জেলেরা মাছ ধরে সমুদ্র থেকে তীরে ফেরার সময় জসিম উদ্দিন চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে। আমরা প্রথমে পাগল ভেবে কাছে গিয়ে দেখি সৈকতে হাত-পা বাঁধ অবস্থায় শরীরে পানি ছুঁই ছুঁই অবস্থায় পড়ে আছে। আমরা তাকে দ্রুত উদ্ধার করার পর তার পরিচয় দিয়ে যুবক অজ্ঞান হয়ে পরেন।
জসিম উদ্দিনের মা বিলকিস বেগম মুঠোফোনে জানান, তার ছেলে গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। মঙ্গলবার (১ অক্টোবর) রাত আটটার দিকে সে বাড়িতে আসার উদ্দেশ্যে গাড়িতে উঠেন। এরপর থেকে তার সাথে আর যোগাযোগ হয়নি।
মোবাইল ফোনটি বন্ধ ছিল। এখন শুনতে পেলাম সে কুয়াকাটা হাসপাতালে আছে। আমরা তাকে নিতে আসতেছি।
কুয়াকাটা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: মুমসাদ সায়েম পুনম বলেন, রাতে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন জেলেরা। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অবস্থা সংকটাপন্ন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া প্রেরণ করা।
হবে।মোয়াজ্জেম হোসেন কলাপাড়া
০৩-১০-২০২৪