বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বেগম জিয়ার সুস্থতার জন্য জাগুয়া ইউনিয়ন বিএনপির দোয়া মুনাজাত মুফতি রেজাউল করিম বলেন, গত ৫৩ বছরে আমরা অনেক দল দেখেছি বেগম জিয়ার জন্য যুবদল বরিশাল জেলা উত্তরের দোয়া মুনাজাত বেগম জিয়ার সুস্থতার জন্য বরিশাল লৌহ শ্রমিক ইউনিয়নের দোয়া মুনাজাত আট দলের সমাবেশে চমক দেখালেন হিজলা-মেহেন্দিগঞ্জের দাঁড়িপাল্লা সমর্থকরা স্মরণকালের বৃহৎ সমাবেশ হবে ২ ডিসেম্বর: মাঠ পরিদর্শনে আট দলের নেতৃবৃন্দ বাকেরগঞ্জে মাঠ কাপাচ্ছে জামায়াত ও বিএনপি, বরিশালে বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন এর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত বাউফলে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের আলোচনা সভা মনোনয়ন বঞ্চিতদের অপপ্রচারের প্রতিবাদে দুমকি উপজেলা বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন কলাপাড়ায় ব্যবসায়ীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ এবং আমন্ত্রণ পত্র বিতরণ বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়ার আয়োজন বরিশালে স্কুল ফিডিং প্রোগ্রাম : উন্নত ব্যবস্থায় বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ভূমি সেবা সহজীকরনে সাফল্য। কলাপাড়ায় চান্দিনাভিটি নবায়নে একদিনে ৬ লাখ টাকা আদায় রজপাড়া দিন-এ-এলাহী মাদ্রাসার নিয়োগ পরীক্ষা এবং ফলাফল অনুষ্ঠিত
হরতালে সমর্থন জানালেও মাঠে নেই বিএনপি

হরতালে সমর্থন জানালেও মাঠে নেই বিএনপি

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেক্স: গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালে বিএনপি নৈতিক সমর্থন জানালেও সড়কে তাদের কোন কর্মতৎপরতা দেখা যায়নি। দেখা মেলেনি দলটির কোন নেতা-কর্মীদের।

রোববার (৭ জুলাই) সকালে দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এলাকা, পুরানো পল্টন, মালিবাগ, কাকরাইল, গুলিস্তান, মতিঝিল এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।

এরআগে শুক্রবার (৫ জুলাই) বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে বামজোটের ডাকা হরতালে গণমাধ্যমকে নিজেদের সমর্থনের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে রোববার ভোর থেকে রাজধানীতে গণপরিবহন চলতে দেখা যায়। যা সপ্তাহের অন্য দিনের তুলনায় কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বাড়তে থাকে গণপরিবহনের সংখ্যা। পাশাপাশি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা অর্ধদিবস হরতালের পক্ষে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। এসময় তারা গ্যাসের মূল্যবৃদ্ধিরসহ রাজনৈতিক নেতাদের হয়রানির প্রতিবাদ জানানো হয়।

হরতালের পক্ষে যেকোনো প্রকার পিকেটিং প্রতিরোধ করতে রাস্তার মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সড়কে মহড়া দিতে দেখা যায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যদের।

অন্যদিকে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিএনপি বাম জোটের ডাকা এ হরতালকে সমর্থন জানালেও কোনো মিছিল-মিটিং বা সড়কে অবস্থান করতে দেখা যায়নি। সকাল ৭টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝোলানো দেখা যায়। এ বিষয়ে মোবাইল ফোনে দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এছাড়া হরতালকে সমর্থন জানায় ড. কামাল হোসেনের দল গণফোরাম, আ স ম আবদুর রবের দল জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য ও অলি আহমেদের এলডিপি। এসব দলেরও হরতালের পক্ষে কোন মিছিল বা তাদের নেতাদের সড়কে দেখা যায়নি।

এ বিষয়ে গাবতলি লিংক (৮ নম্বর) গাড়ির যাত্রী সাইফুল বলেন, এখন আর আগের মতো হরতাল নেই। হরতাল হলেও গাড়ি চলে, অফিস-আদালত চলে প্রতিদিনের মতো।

একই কথা জানান গাড়িচালক বিশু। তিনি বলেন, হরতাল জেনেও রাস্তায় এসেছি, পেটে ক্ষুধা আছে। তাছাড়া হরতালে এখন গাড়ি ভাঙচুরের সম্ভাবনা নাই তাই যাত্রীরাও ঘর থেকে বের হয়।

এরআগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে দেশের সাধারণ মানুষসহ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালকে যৌক্তিক হরতাল বলে আমরা মনে করি। হরতালে আমরা নীতিগত সমর্থন জানাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD