বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় কাঁঠালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.কামরুজ্জামান (মাহাতাব) এর অকাল মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
চাকামইয়া বহুমুখী শিক্ষা ও সামাজিক সংগঠন এবং বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের’র আয়োজনে বুধবার(০২ অক্টোবর) বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কাঠালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো.মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মরহুমের জীবনী সম্পর্কে আলোচনা করেন, তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক ও চাকামইয়া বহুমুখী শিক্ষা ও সামাজিক সংগঠন’র প্রধান উপদেষ্টা মো.ইউনুচ আলী, গাজীপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো.হাবিবুর রহমান, কাঁঠালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো.জাহাঙ্গীর হোসেন, আনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.তৈয়বুর রহমান, চাকামইয়া নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহাবুবুল হক, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়’র ধর্মীয় শিক্ষক মাওলানা মো.নেছার উদ্দিন, কাছিমখালী জামে মসজিদের ইমাম ও চাকামইয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ক্বারি মো.ইব্রাহিম, অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক ও চাকামইয়া বহুমুখী শিক্ষা ও সামাজিক সংগঠন’র ভারপ্রাপ্ত সভাপতি মো.মামুন মৃধা, সংগঠনের স্থায়ী কমিটির সদস্য ও অনুষ্ঠান পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মো.আল মাহমুদ প্রমুখ।
আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মো.হাবিবুর রহমান।
চাকামইয়া বহুমুখী শিক্ষা ও সামাজিক সংগঠন’র স্থায়ী কমিটির আহবায়ক এইচ এম ইব্রাহিম জানান, কামরুজ্জামান মাহাতাব স্যার একজন ভালো শিক্ষক এবং অত্যন্ত ভালো মানুষ ছিলেন।
তার জন্য এই সামান্য আয়োজন করতে পেরে ভালো লাগছে। তিনি আরও জানান, চাকামইয়া ইউপির যেকোনো ভালো কাজের সাথে চাকামইয়া বহুমুখী শিক্ষা ও সামাজিক সংগঠন সম্পৃক্ত থাকবে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
০২/১০/২০২৪