বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় পৌর বিএনপির সাংগঠনিক সমাবেশ কলাপাড়ায় নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস পালিত পটুয়াখালীতে (অবঃ) পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় জমি দখলেরঅভিযোগ জিয়া মঞ্চ বাবুগঞ্জ উপজেলার কর্মী সভা অনুষ্ঠিত গলাচিপায় খাদিজা হত্যার পলাতক আসামি গ্রেফতার কলাপাড়ায় মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি’র কোষাধ্যক্ষ বাউফলে ইউএনও’র” অপসারণের দাবিতে বিক্ষোভ বরিশালের বাবুগঞ্জে ধর্ষণ ও হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড যত দ্রুত সম্ভব বর্তমান সরকার একটি নির্বাচন দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে-” মেজর (অব.) হাফিজ পটুয়াখালীতে সরকারি প্রসিকিউটর (জিপি) হলেন এ্যাড,আব্দুল্লাহ ইউসুফ কলাপাড়ায় কৃষক সমিতির মানববন্ধন ও সমাবেশ বাউফলে ইউএনও’র বিচারের দাবীতে মানববন্ধন কুয়াকাটা সৈকতের পাবলিক টয়লেট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার শ্রমিক ট্রান্সপোর্টের উদ্যোগে মুনাজাত অনুষ্ঠিত শোক সংবাদ। কলাপাড়ায় সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক শিকদার আর নেই
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল প‌রিচালকের পদত্যাগ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল প‌রিচালকের পদত্যাগ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম পদত্যাগ করেছেন।

ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে এই ঘোষণা দেন তিনি।

এ সময় পদত্যাগপত্রেও স্বাক্ষর দেন সাইফুল।

বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে পদত্যাগপত্রটি দেন সাইফুল ইসলাম।

পরে কড়া নিরাপত্তায় হাসপাতাল ত্যাগ করেন পদত্যাগী পরিচালক।

ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, বরিশালের সন্তান আমি। বরিশালের প্রতি এই প্রতিষ্ঠানের প্রতি আমার আবেগ আছে, ভালোবাসা আছে। তবে পরিচালকের পদে এখন থেকে আমি আর থাকবো না।

এর আগে সকাল ১০টার দিকে আন্দোলনরতরা প্রথমে হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এরপর পরিচালকের কার্যালয় ঘেরাও করেন বিপুল সংখ্যক ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের পাশাপাশি বিভাগীয় কমিশনার, সেনাবাহিনীর ঊর্ধ্বতনরা বৈঠকে বসেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ৫ আগস্টের আগে ৩ আগস্ট পরিচালক সাইফুল ইসলাম ও তার অনুসারীরা স্বৈরাচারের পক্ষে সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এছাড়া পরিচালকের নানান দুর্নীতি ও অনিয়মের কথা তুলে ধরেন তারা। মেডিকেলের সব টেন্ডার নিয়ন্ত্রণ, টাকা লুটপাট করা, সৎ যোগ্য কর্মকর্তা-কর্মচারীদের নানাভাবে হয়রানিসহ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন আন্দোলনরতরা।

শিক্ষার্থীরা বলেন, বিগত সময়ের কর্মকাণ্ডের জন্য আগেই তার পদত্যাগ দাবি করা উচিত ছিল। হাসপাতালের প্রত্যেক ক্ষেত্রেই অনিয়ম ও দুর্নীতি করে মেডিকেলের চিকিৎসা ব্যবস্থা বাণিজ্যমুখী করেছেন তিনি।

শিক্ষার্থীদের এ আন্দোলনের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

এদিকে হাসপাতালে শনিবার (২৮ সেপ্টেম্বর) চিকিৎসকদের ওপর রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। ফলে রোগীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

যদিও জরুরি বিভাগ ও জরুরি সেবা তাদের কর্মসূচির বাইরে রাখা হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালের পরিচালক পদে সাধারণত দুই বছর করে দায়িত্ব পালন করে আসছিলেন নিযুক্ত পরিচালকরা।

কিন্তু পরিচালক সাইফুল ইসলাম তিন বছর ধরে পরিচালক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

পদে থাকাকালে বিগত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চ পদস্থদের সঙ্গে আঁতাত করে তার নানান অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হলেও কোনো ধরনের ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়।

এমনকি স্বৈরাচার সরকার পতনের পর পরিচালক সাইফুল ইসলাম বিভিন্নভাবে আঁতাত করে ও বিতর্কিত অনেক নেতাকে উপঢৌকন দিয়ে এতদিন বহাল তবিয়তে ছিলেন বলে অভিযোগ মিলেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD