মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:০০ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
ইসলামিক ফাউণ্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের আয়োজনে শনিবার সকালে দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের শিক্ষকদের ৩ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণের উদ্বোধন করা হয় ।
পবিত্র কালামে হাকীম থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু করা হয় । ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উন্নয়ন মুঃ আঃ আউয়াল হাওলাদার অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ।
ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক কৃষিবিদ মোঃ নূরুল ইসলামের স্বাগত বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আলোচনা পর্ব শুরু করা হয় । বরিশালের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক উপসচিব মোঃ আব্দুস সবুর ।
ইসলামিক ফাউণ্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার রেজা মুহাম্মদ মহসিন অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন । এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ রবিউল হাসান ভূঁইয়া ।