পটুয়াখালীর কলাপাড়ায় ১০ম গ্রেড বাস্তবায়নের একদফা দাবিতে মানববন্ধন করেছে উপজেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
শনিবার বেলা এগারোটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন দক্ষিন চালিতাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন, রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তারুজ্জামান, আলআমিন ও নিশানবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ইউসুফ আলী সহ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা এবং উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, দেশের মানুষ গড়ার কারিগররা আজ অবহেলিত, নিস্ফেশিত।
যে শিক্ষকরা একজন প্রথম গ্রেডের কর্মকর্তা তৈরির কারিগর, তাদের ১২ তম গ্রেডের প্রস্তাবনা করা হয়েছে।
যা আমাদের জন্য লজ্জার। তাই ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের অনুগ্রহ কামনা করেন দাবি আদায় করতে প্রয়োজনে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন তারা।
###
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া