মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন
শামীম আহমেদ ঃ
ভোগান্তি, হয়রানি ও প্রতারণার প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করার দাবিতে বরিশালে
বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদ। আজ শনিবার (১৪)
সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ
করে তারা।
বিক্ষোভ সমাবেশ নেতৃবৃন্দরা বলেন, বরিশাল বিদ্যুৎ বিভাগ প্রি-পেইড মিটার স্থাপন
শুরু করেছে। দেশের বিভিন্ন শহরে প্রি-পেইড মিটার ব্যাবহারকারীরা ভোগান্তি
পোহাচ্ছে। এটি যারা ব্যাবহার করছে তারা হয়রানীর শিকার হচ্ছে।
পাশাপাশি হাসিনার কোন প্রজেক্ট এদেশে আর বাস্তবায়ন করতে দেয়া হবেনা বলেও
হুশিয়ারী দেন তারা। তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করার আহবান জানান
নেতৃবৃন্দরা। এই মিটার বাতিল করা না হলে কঠের কর্মসূচীর ঘোসনা দেন তারা।
আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের
আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু। এসময় আরো বক্তব্য রাখেন সদস্য মো. কাওসার
হোসেন পলাশ, গোলাপ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক রাইসুল
ইসলাম সাকিব সহ অনেকে। পরে তারা নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শামীম আহমেদ
বরিশাল ,
১৪-৯-২৪-ইং।