কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়ন পরিষদের তালা ভেঙ্গে ভিজিডি কার্ডের ২২বস্থা চাল নিয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এতে ভিজিডি কার্ডধারী গরীব অসহায় লোকজন তাদের প্রাপ্য চাল না পাওয়ার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে।
ঘটনার প্রতিবাদে বুধবার(০৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বাসষ্ট্যান্ড সংলগ্ন নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওছার, সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ টিয়াখালী ইউনিয়ন শাখা সভাপতি জসীমউদ্দীন বসারসহ ভুক্তভোগীরা।
বক্তব্য বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণঅভুত্থ্যান পরবর্তী সময়ে দলীয় ব্যনারে একদল চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাশী বাহিনী দেশে অরজকতা ও নৈরাজ্য করে।
গতকাল ও পরশু টিয়াখালী ইউনিয়ন পরিষদের তালা ভেঙ্গে ভিজিডি কার্ডের ২২বস্থা চাল ১,২ ও ৯ নং ওয়ার্ড মহিলা মেম্বার লিজা বেগম’র নেতৃত্বে ভিজিডি চাল লু’ট করে নিয়ে গেছে। এতে ভিজিডি কার্ডধারী গরীব অসহায় লোকজন তাদের প্রাপ্য চাল না পাওয়ার প্রতিবাদে এবং মহিলা মেম্বার লিজা বেগম সহ অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে আমাদের এই মানববন্ধন।
মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা, পৌর ও টিয়াখালী ইউনিয়ন শাখা নেতৃবৃন্দ সহ ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
০৪/০৯/২০২৪