শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বরিশাল ক্লাবে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার ১৬ দিন পর কোতয়ালী থানায় মামলা করেছে ক্লাব কর্তৃপক্ষ।
ক্লাবের সম্পাদক মজুমদার হাসান জাকারিয়া বাদী হয়ে অজ্ঞাত এক হাজার জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগষ্ট সরকার পতনের পর বরিশাল ক্লাবে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা।
ক্লাবের কমিউনিটি হল, কার্ডরুম, ক্যাফেটেরিয়া, শওকত হোসেন হিরন গেষ্ট হাউজ, বার, কনভেনশন হল, টেনিস প্লে-গ্রাউন্ড, বিলিয়ার্ড ও জীমে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর করা হয়। এতে ক্লাবের মোট দেড় কোটি টাকার ক্ষতিসাধন হয়।
বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘বরিশাল ক্লাবে হামলা ও লুটপাটের ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।’