বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন
মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী সরকারি কলেজের ছাত্র-শিক্ষকদের রাজনীতি বন্ধ এবং কলেজ সংস্কারসহ ৮ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
অদ্য (১২ আগষ্ট) সোমবার দুপুর ১২ টার সময় পটুয়াখালী সরকারি বিশ্ব বিদ্যালয় কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীরা কলেজের ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধ করা, দূর্নীতি গ্রস্থ শিক্ষক পরিষদ বাতিল,এবং শিক্ষক জাফর ইকবালের পদত্যাগসহ শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করার আহবান জানান তারা।
প্রশাসনিক ব্যবস্থা জোড়দারকরণ ও নিরাপত্তা বৃদ্ধি, ক্লাস চলাকালীন সময়ে শিক্ষকদের প্রাইভেট বানিজ্য বন্ধ করাসহ কলেজ উন্নয়ন ও হল সংস্কারের দাবী জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা আরো জানান, যতক্ষণ পর্যন্ত তাদের ৮ দফা দাবি মানা না হবে ততোদিন পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন কলেজ শিক্ষার্থী কে. এম সায়েম, মো. আতিকুর রহমান আসিফ, মিরন মাহমুদ, তাজুল ইসলাম তপু, উর্মি, মো. শাহিন, শাহরিয়ার শাকিব, জাকারিয়া প্রমুখ শিক্ষার্থীরা।