সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, তাপমাত্রা কমবে শেখ হাসিনার ভাতিজা মঈন আব্দুল্লাহকে বিএনপির মিছিলে হামলা ও দলীয় কার্যালয় ভাংচুররের ঘটনায় ৪ দিনের রিমান্ড সারজিস আলম বলেছেন, খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্নে, তাদের পক্ষে কারও সাফাই গাওয়ার প্রশ্নই আসে না কলাপাড়ায় জাকির স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে সিকদার বাড়ি চ্যাম্পিয়ন কুয়াকাটায় একটি ইলিশ অনলাইনে ৬ হাজার টাকায় বিক্রি কলাপাড়ায় নিম্নবিত্তদের স্বস্থি দিতে সরাসরি কৃষকদের সবজি বাজার গুজব ছড়ানোর আগে তিনি নিজের ভাই-বোন-পরিবারের কথা চিন্তা করতে বলেছে : স্নিগ্ধ কলাপাড়ায় পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ সভাপতি গোসাই – সম্পাদক বিকাশ।কলাপাড়ায় শ্রীগুরু সঙ্ঘের কমিটি গঠন মহিপুরে নসিমনের নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু তথ্য পরিচালক মনিরুজ্জামানের মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক কলাপাড়ায় আমন মৌসুমে উফসী জাতের ধানের নিবিড়তা বৃদ্ধিকরন শীর্ষক মাঠ দিবস সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধান বাংলাদেশ প্রতিবেশীসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমকে কারাগারে পাঠিয়েছেন আদালত
কলাপাড়ায় বাজার মনিটরিং ও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

কলাপাড়ায় বাজার মনিটরিং ও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।
  পটুয়াখালীর কলাপাড়ায় বাজার মনিটরিং এবং ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শনিবার বেলা ১১ টায় সকাল পৌর শহরের কাঁচাবাজার ও মাছ বাজারে মনিটরিংয়ের করেন শিক্ষার্থীদের। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল ইসলাম, পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতির  সভাপতি নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেহান উদ্দিন রেহানসহ বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
এছাড়াও শহরের সকল গুরুত্বপূর্ণ রাস্তা এবং মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন তারা।
শিক্ষার্থীরা পণ্যের গুণগত মান যাচাই এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটির তদারকি এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ও শহর পরিষ্কার পরিচ্ছন্ন করতে সকাল থেকে নেমে পরেছেন। এ ছাড়াও প্রতিটি দোকানে মূল্যতালিকা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হয়। যেসব দোকানে কোনো মূল্য তালিকা টানানো নেই   সেসব দোকানিকে সতর্ক করছেন তারা।
শিক্ষার্থীরা জানান, আমরা ভোক্তাদের কথা শুনছি। তারা জানিয়েছেন, আগের চেয়ে কম দামে পণ্য বিক্রি হচ্ছে। বাজারগুলোতে সিন্ডিকেট এবং চাঁদার সংস্কৃতি না থাকায় কম দামে পণ্য বিক্রি করতে পারছেন বিক্রেতারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কলাপাড়া উপজেলা শাখার  সমন্বয়ক সাইফ আল রেদওয়ান  বলেন, কোটা সংস্কার আন্দোলন এখন রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ নিয়েছে। এই রাষ্ট্রের প্রতিটি স্তর সমস্যায় জর্জরিত। রাষ্ট্রের সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের এ সকল কার্যক্রম চালিয়ে যাব। এর অংশ  হিসেবে আজ বাজার মনিটরিং , পরিষ্কার পরিচ্ছন্নতা,রাস্তার দু’পাশের দখল অপসারণ,  ট্রাফিক ব্যবস্থার কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ যাতে ভোগান্তিতে পড়তে না হয়।
শিক্ষার্থীদের এসব কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বাজারে আসা শিক্ষক জহিরুল ইসলাম সহ বেশ কয়েকজন ক্রেতা জানান, শিক্ষার্থীদের এই উদ্যোগটা খুবই ভালো লেগেছে। প্রশাসনের নিস্ক্রিয়তার সুযোগে ব্যবসায়ীরা অসদুপায় অবলম্বন করতে চাইত। কিন্তু শিক্ষার্থীদের মনিটরিংয়ের ফলে চাইলেও তারা সেটা করতে পারছেন না। শিক্ষার্থীদের অনেক ধন্যবাদ।
শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, দেড়শ জনের উপরে বেশি শিক্ষার্থী পৌরশহরের বিভিন্ন জায়গায় সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে। আমাদের এই ধরনের উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে।
শিক্ষার্থী নজরুল ইসলাম বলেন, রাষ্ট্রসংস্কার কাজের অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে কলাপাড়া পৌর শহরে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করা হয়েছে। আমরা আশা করি সকল ছাত্র এবং সচেতন নাগরিক আমাদের কাজের সাথে আগামীতে যুক্ত হবে।
বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো.শাওরান বলেন,সকাল থেকে ৭০জন শিক্ষার্থী উপজেলা প্রশাসন, সাংবাদিক এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করে এ কার্যক্রম শুরু হয়েছে। বাজার মনিটরিং, ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা অভিযান সহ সামাজিক কার্যক্রমে অংশ নিয়েছি। তিনি আরও বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
নাগরিক ঐক্য কলাপাড়ার আহবায়ক কমরেড নাসির তালুকদার বলেন, এটা ইতিবাচক, এটা  আমাদের জন্য শিক্ষা। তরুণদের ধন্যবাদ, এটা যেন বহাল থাকে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, নতুন করে দেশ সাজানোর কারিগর শিক্ষার্থীদের  পাশে উপজেলা প্রশাসন রয়েছে। শিক্ষার্থীদের এই মনিটরিং,পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ট্রাফিক ব্যবস্থা এর কাজে আমরা সহযোগিতা করছি। আমাদের উপজেলা প্রশাসনের সকল কাজেও শিক্ষার্থীরা  সহযোগিতা করবে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD