বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১১:০৬ অপরাহ্ন
বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত অন্তর্ভূক্তিমূলক উপাত্ত ব্যবহার করি সাম্যের ভিক্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি এই স্লোগান কে সামনে নিয়ে বৃহস্পতিবার সকালে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী ।
জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে ১০টি ক্যাটাগরীতে বরিশাল জেলার শ্রেষ্ঠ কর্মী বা প্রতিষ্ঠানের ক্যাটাগরীতে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ হিসেবে বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক এবং বরিশাল সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহবুব উল্লাহ মজুমদার সনদপত্র এবং সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ।
বরিশাল সদর উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিরা বেগম সনদপত্র এবং সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন । এ সময় স্বাস্থ্যসেবা প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেয়ার অসামান্য অবদানের জন্য দ্বীপজেলা ভোলার চরফ্যাশন উপজেলার ৭ নং নুরাবাদ ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনের হাতে সনদপত্র এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের মধ্যমণি বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী ।