রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ : আনুষ্ঠানিক ভাবে ২য় (কলেজ) শাখার যাত্রা শুরু করলো মেরিটোরিয়াস টিচিং হোম।
আজ বুধবার আছরবাদ ফতুল্লা রেল ষ্টেশন সংলগ্ন হাবিব ভবনের (৪র্থ তলা) দোয়া মিলাদের মধ্যে দিয়ে আনুষ্টানিক ভাবে এ টিচিং হোমের উদ্বোধন করা হয়।
মেরিটোরিয়াস টিচিং হোমের পরিচালক মো রিয়াদ হোসেনের সভাপতিত্বে ও মো জহিরুল ইসলাম সুমনের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র টিচিং হোমের শিক্ষক মো রাসেদুল হাসান রাজু,রাসেল আহামেদসহ বিভিন্ন কোচিং সেন্টারের পরিচালকগন, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ অত্র টিচিং হোমের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
উল্লেক্ষ্য, গত পাঁচ বছর থেকে অত্যান্ত সুনামের সাথে ১ম শাখা অর্থাৎ স্কুল শাখা পরিচালনা করা হচ্ছে। আর এরই ধারাবাহিকতায় নতুন কলেজ শাখার সংযোজন করা হয়।