শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা অগণতান্ত্রিক পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ৮ জন: তদন্ত কমিটি খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শহীদ মীর মুগ্ধ আন্তডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা-২০২৪ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৯ পটুয়াখালীতে সাংবাদিকদের সংবাদ প্রকাশে বিএনপি কোন বাধা সৃষ্টি করবে না বাউফলে শিক্ষার্থীদের এক দফা দাবিতে সড়ক অবরোধ কলাপাড়ায়- ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেনিকক্ষ পরিত্যক্ত, ভবন সঙ্কট, জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান কলাপাড়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ কলাপাড়ায় মেগাপ্রকল্পের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ পরিবারের ন্যায্যতার দাবিতে সংবাদ সম্মেলন ১০ম গ্রেডের দাবিতে বরিশালে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন থ্রি হুইলার চালক শ্রমিকদলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা বাউফলে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত বাউফলে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণের দাবিতে বরিশালে নার্সদের মানববন্ধন বরিশালে প্রতারনার প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে
বরিশাল নগরীর ৪টি পশুর হাটে গরু বেশি ক্রেতা কম

বরিশাল নগরীর ৪টি পশুর হাটে গরু বেশি ক্রেতা কম

Sharing is caring!

স্টাফ রিপোর্টারঃ

 আগামী সোমবার (১৭ জুলাই) মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল আযহা।

অনান্য বছরের ন্যায় এ বছরও বরিশাল নগরীতে স্থায়ী-অস্থায়ী পশুর হাট বসলেও এখন পর্যন্ত জমে উঠেনি।

বরিশাল সিটি করপোরেশনের অনুমতিক্রমে বসেছে ১টি স্থায়ী ও ৩টি অস্থায়ী পশুর হাট।

ঠিকাদারদের আশার তুলনায় পশু ক্রয়-বিক্রি অতুলনীয়।

তবে এখনও তারা আশাবাদী আগামীকাল রোববার (১৬ জুলাই) পশু বেচাকেনা জমজমাট থাকবে। কাশিপুর লাকুটিয়া সড়ক বাঘিয়া এলাকায় বিসিসির স্থায়ী পশুর হাটের ঠিকাদার নিয়াজ মাকদুম মুকিত বলেন, শনিবার দুপুর পর্যন্ত ২০/২২টি ছোট-বড় গরু বিক্রি হয়েছে। ক্রেতা সংকট। সাড়ে ৪ লাখ টাকা দামের গরু উঠেছে।

পৌনে ৩ লাখ টাকায় একটি গরু বিক্রিও হয়েছে। এখনও প্রায় এক ডজন বৃহত্তম আকারের গরু রয়েছে। আর শতাধিক রয়েছে মাঝারী ও ছোট সাইজের দেশি গরু। আগামীকাল পশু বেচাকেনা বাড়বে বলে মনে করছেন তিনি।

বিসিসির সকল নিয়ম মেনেই পরিচালনা করা হচ্ছে। দূর-দূরন্ত থেকে যারা এসেছে তাদের এখানে থাকা খাবারের সুব্যবস্থা করা হয়েছে।

রয়েছে পশু চিকিৎসক ও জাল টাকা সনাক্ত করার পদ্ধতি। নিরাপত্তার জন্য রয়েছে পুলিশ সদস্য।

আমানতগঞ্জ টিভি হাসপাতার পশুর হাট ঠিকাদার মোঃ কায়সার, কাউনিয়া টেক্সটাইল পশুর হাট ঠিকাদার মোঃ শাহজাহান ও রুপাতলী পশুর হাট ঠিকাদার মোঃ মাহাবুব জানান, অধিকাংশ ক্রেতা গরু দেখছে কিন্তু কিনছে না।

তারা ঘুরাঘুরি করে দরদাম করছে। এ বছর আশার তুলনায় পশু বিক্রি অতুলনীয়।

আগামীকাল পশু ক্রয়-বিক্রয়ের একটি চাপ পড়বে বলে ধারণা তাদের।

কারণ জানতে চাইলে তারা বলেন, শহরে স্থান সল্পতা থাকায় ২/১ দিন আগে গরু লালন-পালন করতে চায় না।

অনেকের ইচ্ছা থাকলেও সময় থাকে না। তাই কোরবানির আগের দিন গরু কিনে পরেন দিন সকালে জবাই করবে এমন চিন্তা অনেকের।

বরগুনা আমতলী থেকে আসা মোঃ মিলন হাওলাদার (৪৫) জানান, তার ৩ লাখ ২০ হাজার টাকা দামের গরুটি ২ লাখ ৭০ হাজার টাকা বলছে। কাশিপুর এলাকার আ. রাজ্জাক (৪২) বলেন, ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের গরুটি ১ লাখ ৮০ হাজার বলছে।

কাশিপুর বিল্লাবাড়ি এলাকার হেলাল (৪৫) ও আলাউদ্দিন (৫২) উঠিয়েছে সবচেয়ে বড় ৪টি গরু। কেবলমাত্র উঠিয়েছে এখন পর্যন্ত কেউ দরদাম করেনি।

দুই ভাইয়ের গরুর মূল্য সাড়ে ৩ লাখ ও ৩ লাখ টাকা। বিশাল আকৃতির গরুর নাম রাখা হয়েছে লাল-কালা-সাদা দানব। কমে প্রতিটি গরু ৬০ হাজার টাকা থেকে শুরু করে ৪ লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD