রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০১:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে অপসো স্যালাইন চাকুরীচ্যুত কর্মীদের মহাসড়ক অবরোধ কলাপাড়ায় পায়রা বন্দর কর্তৃক ভূমিহীন ১৩৬ পরিবারের পুনর্বাসন এবং ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক হয়রানির প্রতিবাদে মানববন্ধন গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৫” উপলক্ষ্যে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা আশ্রয়ন প্রকল্পের ২ শতাংশের পরিবর্তে জালিয়াতির মাধ্যমে ২ একর জমির দলিল,  আটক-১ গলাচিপায় মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়ে বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন বরিশালে আভাসের তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা সর্ম্পন্ন উপকূলের শিশুদের দুর্যোগের আগাম পূর্বাভাসভিত্তিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে মেট ক্লাব উদ্বোধন উপকূল দিবসের দাবীতে৭০ এর ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন বরিশাল কারাগারে ফ্যাসিস্ট দুই কর্মকর্তার ছত্রছায়ায় চলছে অনিয়ম দুর্নীতি মহিপুরে ৩৭ কেজির এক ‘কালো পোয়া’ বিক্রি একলক্ষ ১১ হাজার পাখি শিকার করে লাইভে রান্না, যুবকের ১০ হাজার টাকা অর্থদণ্ড কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাউফলে কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ ও সার বিতরণ কলাপাড়ায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ম/র/দে/হ উদ্ধার, এলাকা জুড়ে চাঞ্চল্য সভাপতি মোহসীন, সম্পাদক বিপু।কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন
বরিশাল নগরীর ৪টি পশুর হাটে গরু বেশি ক্রেতা কম

বরিশাল নগরীর ৪টি পশুর হাটে গরু বেশি ক্রেতা কম

Sharing is caring!

স্টাফ রিপোর্টারঃ

 আগামী সোমবার (১৭ জুলাই) মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল আযহা।

অনান্য বছরের ন্যায় এ বছরও বরিশাল নগরীতে স্থায়ী-অস্থায়ী পশুর হাট বসলেও এখন পর্যন্ত জমে উঠেনি।

বরিশাল সিটি করপোরেশনের অনুমতিক্রমে বসেছে ১টি স্থায়ী ও ৩টি অস্থায়ী পশুর হাট।

ঠিকাদারদের আশার তুলনায় পশু ক্রয়-বিক্রি অতুলনীয়।

তবে এখনও তারা আশাবাদী আগামীকাল রোববার (১৬ জুলাই) পশু বেচাকেনা জমজমাট থাকবে। কাশিপুর লাকুটিয়া সড়ক বাঘিয়া এলাকায় বিসিসির স্থায়ী পশুর হাটের ঠিকাদার নিয়াজ মাকদুম মুকিত বলেন, শনিবার দুপুর পর্যন্ত ২০/২২টি ছোট-বড় গরু বিক্রি হয়েছে। ক্রেতা সংকট। সাড়ে ৪ লাখ টাকা দামের গরু উঠেছে।

পৌনে ৩ লাখ টাকায় একটি গরু বিক্রিও হয়েছে। এখনও প্রায় এক ডজন বৃহত্তম আকারের গরু রয়েছে। আর শতাধিক রয়েছে মাঝারী ও ছোট সাইজের দেশি গরু। আগামীকাল পশু বেচাকেনা বাড়বে বলে মনে করছেন তিনি।

বিসিসির সকল নিয়ম মেনেই পরিচালনা করা হচ্ছে। দূর-দূরন্ত থেকে যারা এসেছে তাদের এখানে থাকা খাবারের সুব্যবস্থা করা হয়েছে।

রয়েছে পশু চিকিৎসক ও জাল টাকা সনাক্ত করার পদ্ধতি। নিরাপত্তার জন্য রয়েছে পুলিশ সদস্য।

আমানতগঞ্জ টিভি হাসপাতার পশুর হাট ঠিকাদার মোঃ কায়সার, কাউনিয়া টেক্সটাইল পশুর হাট ঠিকাদার মোঃ শাহজাহান ও রুপাতলী পশুর হাট ঠিকাদার মোঃ মাহাবুব জানান, অধিকাংশ ক্রেতা গরু দেখছে কিন্তু কিনছে না।

তারা ঘুরাঘুরি করে দরদাম করছে। এ বছর আশার তুলনায় পশু বিক্রি অতুলনীয়।

আগামীকাল পশু ক্রয়-বিক্রয়ের একটি চাপ পড়বে বলে ধারণা তাদের।

কারণ জানতে চাইলে তারা বলেন, শহরে স্থান সল্পতা থাকায় ২/১ দিন আগে গরু লালন-পালন করতে চায় না।

অনেকের ইচ্ছা থাকলেও সময় থাকে না। তাই কোরবানির আগের দিন গরু কিনে পরেন দিন সকালে জবাই করবে এমন চিন্তা অনেকের।

বরগুনা আমতলী থেকে আসা মোঃ মিলন হাওলাদার (৪৫) জানান, তার ৩ লাখ ২০ হাজার টাকা দামের গরুটি ২ লাখ ৭০ হাজার টাকা বলছে। কাশিপুর এলাকার আ. রাজ্জাক (৪২) বলেন, ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের গরুটি ১ লাখ ৮০ হাজার বলছে।

কাশিপুর বিল্লাবাড়ি এলাকার হেলাল (৪৫) ও আলাউদ্দিন (৫২) উঠিয়েছে সবচেয়ে বড় ৪টি গরু। কেবলমাত্র উঠিয়েছে এখন পর্যন্ত কেউ দরদাম করেনি।

দুই ভাইয়ের গরুর মূল্য সাড়ে ৩ লাখ ও ৩ লাখ টাকা। বিশাল আকৃতির গরুর নাম রাখা হয়েছে লাল-কালা-সাদা দানব। কমে প্রতিটি গরু ৬০ হাজার টাকা থেকে শুরু করে ৪ লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD