শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
উদযাপিত হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় ‘শ্মশান দিপালী’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ-অগ্নিসংযোগ বরিশালে প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে ন্যায্যমূল্যের দোকান প্র‍য়াত স্বজনদের স্বরনে কলাপাড়ায় শ্মশান দিপালী উৎসব পালিত আন্দোলন সংগ্রামে নিহতদের জন্য যুবদলের দোয়া মুনাজাত কলাপাড়ায় জাল ফেলাকে কেন্দ্র করে জেলেকে মারধর পটুয়াখালীতে সাবেক আ’লীগ ও বিএনপি করা দুই ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন কলাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে ১১ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক ৫ জন অনিয়মই যেন নিয়ম চাঁদাবাজির বিরুদ্ধে ইউনিয়ন বি এন পির প্রতিবাদ সমাবেশ গলাচিপায় গনআধিকার পরিষদের সমাবেশে হাজারো মানুষের ঢল কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ‘এইচপিভি’ টিকা প্রদান যুবদলের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বাউফলে জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত সড়কে নিরাপত্তায় নতুন আইনের দাবি বরিশালে কলাপাড়া পৌরসভার রাজস্ব লুটে নিচ্ছে দুর্বৃত্তরা
বরিশাল নগরীর ৪টি পশুর হাটে গরু বেশি ক্রেতা কম

বরিশাল নগরীর ৪টি পশুর হাটে গরু বেশি ক্রেতা কম

Sharing is caring!

স্টাফ রিপোর্টারঃ

 আগামী সোমবার (১৭ জুলাই) মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল আযহা।

অনান্য বছরের ন্যায় এ বছরও বরিশাল নগরীতে স্থায়ী-অস্থায়ী পশুর হাট বসলেও এখন পর্যন্ত জমে উঠেনি।

বরিশাল সিটি করপোরেশনের অনুমতিক্রমে বসেছে ১টি স্থায়ী ও ৩টি অস্থায়ী পশুর হাট।

ঠিকাদারদের আশার তুলনায় পশু ক্রয়-বিক্রি অতুলনীয়।

তবে এখনও তারা আশাবাদী আগামীকাল রোববার (১৬ জুলাই) পশু বেচাকেনা জমজমাট থাকবে। কাশিপুর লাকুটিয়া সড়ক বাঘিয়া এলাকায় বিসিসির স্থায়ী পশুর হাটের ঠিকাদার নিয়াজ মাকদুম মুকিত বলেন, শনিবার দুপুর পর্যন্ত ২০/২২টি ছোট-বড় গরু বিক্রি হয়েছে। ক্রেতা সংকট। সাড়ে ৪ লাখ টাকা দামের গরু উঠেছে।

পৌনে ৩ লাখ টাকায় একটি গরু বিক্রিও হয়েছে। এখনও প্রায় এক ডজন বৃহত্তম আকারের গরু রয়েছে। আর শতাধিক রয়েছে মাঝারী ও ছোট সাইজের দেশি গরু। আগামীকাল পশু বেচাকেনা বাড়বে বলে মনে করছেন তিনি।

বিসিসির সকল নিয়ম মেনেই পরিচালনা করা হচ্ছে। দূর-দূরন্ত থেকে যারা এসেছে তাদের এখানে থাকা খাবারের সুব্যবস্থা করা হয়েছে।

রয়েছে পশু চিকিৎসক ও জাল টাকা সনাক্ত করার পদ্ধতি। নিরাপত্তার জন্য রয়েছে পুলিশ সদস্য।

আমানতগঞ্জ টিভি হাসপাতার পশুর হাট ঠিকাদার মোঃ কায়সার, কাউনিয়া টেক্সটাইল পশুর হাট ঠিকাদার মোঃ শাহজাহান ও রুপাতলী পশুর হাট ঠিকাদার মোঃ মাহাবুব জানান, অধিকাংশ ক্রেতা গরু দেখছে কিন্তু কিনছে না।

তারা ঘুরাঘুরি করে দরদাম করছে। এ বছর আশার তুলনায় পশু বিক্রি অতুলনীয়।

আগামীকাল পশু ক্রয়-বিক্রয়ের একটি চাপ পড়বে বলে ধারণা তাদের।

কারণ জানতে চাইলে তারা বলেন, শহরে স্থান সল্পতা থাকায় ২/১ দিন আগে গরু লালন-পালন করতে চায় না।

অনেকের ইচ্ছা থাকলেও সময় থাকে না। তাই কোরবানির আগের দিন গরু কিনে পরেন দিন সকালে জবাই করবে এমন চিন্তা অনেকের।

বরগুনা আমতলী থেকে আসা মোঃ মিলন হাওলাদার (৪৫) জানান, তার ৩ লাখ ২০ হাজার টাকা দামের গরুটি ২ লাখ ৭০ হাজার টাকা বলছে। কাশিপুর এলাকার আ. রাজ্জাক (৪২) বলেন, ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের গরুটি ১ লাখ ৮০ হাজার বলছে।

কাশিপুর বিল্লাবাড়ি এলাকার হেলাল (৪৫) ও আলাউদ্দিন (৫২) উঠিয়েছে সবচেয়ে বড় ৪টি গরু। কেবলমাত্র উঠিয়েছে এখন পর্যন্ত কেউ দরদাম করেনি।

দুই ভাইয়ের গরুর মূল্য সাড়ে ৩ লাখ ও ৩ লাখ টাকা। বিশাল আকৃতির গরুর নাম রাখা হয়েছে লাল-কালা-সাদা দানব। কমে প্রতিটি গরু ৬০ হাজার টাকা থেকে শুরু করে ৪ লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD