বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১২ অপরাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া সহ উপকূলীয় এলাকার ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলার কুয়াকাটার পশ্চিম খাজুরার ৬০ ঘর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পরিদর্শন করে হোটেল সমুদ্রবাড়ি মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী সোহেল।
এসময় ক্ষতিগ্রস্ত প্রায় ৩০০ পরিবারের মাঝে চাল, ডাল, তৈল সহ নিত্য প্রোয়জনীয় সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, আকন কুদ্দুসুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক, মাহবুবুল হক নান্নু সহ-সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ মুনির হোসেন সহ দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি, হাসান মামুন সদস্য, হায়দার আলী লেলিন সদস্য, মোঃ দুলাল হোসেন সদস্য, কেন্দ্রীয় বিএনপি। এছাড়াও জেলা বিএনপির সদস্য সচিব, স্নেহাংশু সরকার কুট্টি সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক এবিএম মোশাররফ হোসেন বলেন, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে পরিদর্শন করতে এসে প্রাথমিকভাবে কিছু সহযোগিতা দিয়ে যাচ্ছি। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে আরো বড় ধরনের সহযোগিতা নিয়ে আসবো।
ত্রাণ বিতরণ শেষে বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী সোহেল বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকারের ত্রান প্রতিমন্ত্রী এই এলাকার সংসদ সদস্য তারপরেও মানুষের কাছে কোনো ত্রাণ পৌঁছায়নি। প্রতিটি মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। আমরা মানুষের ঘরে ঘরে গিয়েছি মানুষের কথা শোনার চেষ্টা করেছি। জাতীয়তাবাদী দল বিএনপি প্রত্যেকটা মানুষের কথা শোনার চেষ্টা করে বিএনপি তৈরি হয়েছে মানুষকে সহযোগিতা করার জন্য। আজকের সামান্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসছি, আমরা আবার আসবো আপনাদের পাশে।