মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো শুরু হয়েছে মাসব্যাপী তাঁত শিল্প মেলা। সোমবার দুপুরে বেলুন উড়িয়ে এ শিল্প মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে এ মেলার আয়োজন করা হয়। উদ্বোধনের সময় কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল আহসান, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম রয়েল, টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, মেলা ঘিরে তাঁতের দোকান, খাবার দোকান ও কসমেটিক্সের দোকান সহ ৫৪ টি স্টল বসেছে। বিভিন্ন বাহারী পন্য পরিচয় করিয়ে দেয়ার জন্যই এ মেলার আয়োজন করা হয়েছে।