বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
online desk:বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বৃহস্পতিবারের (৮ নভেম্বর) সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
বুধবার (৭ নভেম্বর) রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম সাংবাদিকদের জানান, অনিবার্য কারণবশত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃহস্পতিবারের (৮ নভেম্বর) সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। পরিবর্তিত তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।
গত ১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রথম দফায় সংলাপ করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১৪ দলীয় জোট। বুধবারও (৭ নভেম্বর) ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ হয়েছে ১৪ দলের। এর মাঝে যুক্তফ্রন্ট, সম্মিলিত জাতীয় জোটসহ আরও কয়েকটি বিরোধী পক্ষের সঙ্গে সংলাপ হয়েছে ক্ষমতাসীন জোটের। এই সংলাপের ফলাফল নিয়েই প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনটি করার কথা ছিল।