বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:০১ অপরাহ্ন
শামীম আহমেদঃ
চুক্তিভিত্তিক নিয়োগ প্রতা বাতিল করে স্থায়ী নিয়মিত নিয়োগ সহ পদ পদবী বৈষম্য
দুরকরন ও শ্রক্র,শনি সরকারী নিয়ম অনুযায়ী ছুটি সহ ১৫ দফা দাবী আদায়ের লক্ষে পল্লি
বিদ্যুতের লাইন নচল রেখে শান্তিপূর্ণভাবে পল্লি বিদ্যুৎ সমিতি ভবন কার্যলয়ে সম্মুখে
রৌদ্রের মধ্যে দাড়িয়ে অকস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করে পল্লি বিদ্যুৎ সমিতির
পুরুষ-মহিলা সহ সকল প্রর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী গণ।
আজ বৃহস্পতিবার (৯) মে সকাল ১১টায় বরিশাল-ঢাকা মহাসড়ক সংলগ্ম এয়ারপোর্ট
থানাধীন রহমতপুর পল্লি বিদ্যুৎ সমিতি ভবনের সামনে একর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনকালে কালে পল্লি বিদ্যুৎ বিভাগের লাইনম্যান লেভেল-
১),লাইন শ্রমিক,বিলিং সহকারী,লাইন টেকনিক্যাল বিভাগের কর্মচারীরা বিভিন্ন
প্লাকার্ড হাতে নিয়ে চাকুরী স্থায়ী করনের দাবীতে বিক্ষোভ প্রদর্শন করে।
অবস্থান কর্মসূচি পালনকান ও দাবী আদায়ের লক্ষে এসময় জুনিয়র ইঞ্জিনিয়ার সিদ্দিকুর
রহমান,লাইনম্যান লেভেল-১ বিভাগের মোঃ আল-আমিন,লাইন শ্রমিক রাজু হোসেন,কাজ
নাই মজুর নাই রত্মা বিশ^াষ, লাইন টেকনিশিয়ান সৈয়দ জাকির হোসেন সহ পল্লি
বিদ্যুৎ বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ দাবী আদায়ের পক্ষে
বক্তব্য রাখেন।
এছাড়া বিক্ষোভরতদের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায় স্মাট বাংলাদেশ নির্মানে
আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত
করনের লক্ষে বাংলাদেশ পল্লি বিদ্যুৎ বিদ্যুদায়ন বোর্ড ও পল্লি বিদ্যুৎ সমিতির মধ্যকার
বৈষম্য দ;ুরীকরন সহ অভিজ্ঞ চাকুরী বিধি বাস্তবায়ন স্মরকলিপি প্রদানের কারনে ২ জন
এজিএমকে সাময়িক বরখাস্ত,২ জন এজিএমকে ষ্ঠান্ড রিলিজ ও ২জন এজিএমকে )
বাপবিবোতে সংযুক্তি করার প্রতিবাদে দেশের ৮০টি পল্লি বিদ্যুৎ সমিতির ৪০ হাজার
কর্মকর্তা কর্মচারী শান্তিপূর্ণভাবে একযোগে কর্মবিরতি পালন ও বিক্ষোভ
একর্মসূচি পালন করছেন তারা।