বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে মহান দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী ও রক্তদাতাদের নিয়ে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল “এই স্লোগানকে সামনে রেখে তরুণ সংঘ বরিশাল এর উদ্দ্যাগে নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের মাঠে ৩রা মে শুক্রবার দিনব্যাপী এই খেলার আয়োজন করা হয়।বরিশাল বিভাগের সর্বমোট ১৬টি দল অংশ নেয়। আয়োজক কমিটির সভাপতি পারভেজ সিকদার বলেন, বরিশালে বিভাগে আমরাই মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবীদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন করেছি।বিগত বছরেও এই আয়োজন কারণ করা হয়।যার ধারাবাহিকতা ভবিষ্যতেও চলমান থাকবে ইনশাআল্লাহ।
সকাল ৮ টা থেকে টূর্নামেন্ট এর খেলা শুরু হয়, প্রতি ম্যাচে ৭ওভার করে সর্বমোট ২৩ টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচে আম্পায়ারিং এর দায়িত্ব পালন করে সুমন ও আব্দুর রহমান। ফাইনাল ম্যাচটি আগামী সোমবার ৬ই মে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।