বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ওমরাহ যাত্রীদের জন্য টিকিটের মূল্য কমিয়েছে বিমান আলামিন বাহিনীর সব সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি কিশোরী ধর্ষণের ১০ বছর পর ধর্ষকের যাবজ্জীবন কিশোরী ধর্ষণের ১০ বছর পর ধর্ষকের যাবজ্জীবন শ্রমিকদের কর্মবিরতিতে বরিশালের অভ্যন্তরীণ ১৪ রুটে বাস চলাচল বন্ধ গণহারে মামলা নয়, গণহত্যার বিচার চাই বরিশালে চার থানার ওসিকে বদলি কলাপাড়ায় বিএনপি নেতার বসতবাড়ী দখলের ১৫ বছর পর সাবেক প্রতিমন্ত্রী মাহবুব সহ ২৭ জনের নামে মামলা বরিশাল দক্ষিণ জেলা মহিলা দলের দোয়া মোনাজাত বাউফলে ইসলামী ছাত্র আন্দোলনের ক্যাম্পাস সম্মেলন অনুষ্ঠিত বাউফলে যৌথ বাহিনীর অভিযানে আটক-২ ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক বহিষ্কার  বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৬তম প্রতিষ্ঠা বাষির্কী বরিশালে শ্রমিকদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
গোপালগঞ্জ থেকে ১৫০ কিলোমিটার হেঁটে কুয়াকাটা পৌঁছেছেন ৩ রোভার সদস্য

গোপালগঞ্জ থেকে ১৫০ কিলোমিটার হেঁটে কুয়াকাটা পৌঁছেছেন ৩ রোভার সদস্য

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধিঃ

গোপালগঞ্জ থেকে ১৫০ কিলোমিটার পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণের লক্ষ্যে পটুয়াখালীর কুয়াকাটা এসে পৌছেছেন গোপালগঞ্জ জেলা রোভারের তিন সদস্য। গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে  যাত্রা শুরু করে সোমবার (২২ এপ্রিল) রাতে কুয়াকাটার খানাবাদ ডিগ্রি কলেজে এসে শেষ করেন তাদের এই পরিভ্রমণ।

“প্লাস্টিক দূষণ সমাধানে, শামিল হই একসাথে’, ‘মাদক পরিহার করি, সুস্থ জীবন গড়ি’, ট্রাফিক আইন মানব, নিরাপদ সড়ক গড়ব” -এসব স্লোগানকে সামনে রেখে পরিভ্রমণে আসা ওই তিন রোভার সদস্য হলেন- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনিক কুমার সাহা, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ সম্মান দ্বিতীয় বর্ষের মো. অমিত হাসান এবং সম্মান প্রথম বর্ষের কে এম মাসরাফি।পরিভ্রমণে অংশ নেওয়া অমিত হাসান বলেন, ‘সোনালী আঁশে দেশ গড়ি,

প্লাস্টিক পণ্য বর্জন করি’, ‘আইন মেনে পথ চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই সকল স্লোগান নিয়ে আমরা সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যাত্রা শুরু করেছিলাম। ‘হেঁটে দেড়শত কিলোমিটার শেষ করার মধ্য দিয়ে আমরা বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি, পাশাপাশি সাধারণ মানুষদের মাঝে আমাদের সচেতনতা বার্তা পৌঁছাতে পেরেছি।

তাদের দলনেতা দলনেতা অনিক সাহা বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে দরকার স্মার্ট নাগরিক। কিন্তু বর্তমান যুবসমাজ নেশাসহ নানা অপরাধে জড়িয়ে গেছে।

নিজেদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে ও দক্ষ জনবল তৈরিতে স্কাউট তথা রোভারিংয়ের বিকল্প নেই।

কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজেরে অধ্যক্ষ সি.এম. সাইফুর রহমান খান জানান, এই তিন স্কাউট সদস্য আমাদের কলেজে পৌছে তাদের এই পরিভ্রমনের শেষ করে।

এই ধরনের কাজ প্রতিটি স্কাউটকে আত্মনির্ভরশীল করে তোলে। তাদের এই ১৫০ কি.মি. পায়ে হেঁটে কুয়াকাটায় পৌছানোর মাধ্যেমে তারা যে ম্যাসেজটা দিয়েছে এটা এই সমাজের একটি প্রয়োজনীয় বিষয় বলব।

প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড একজন স্কাউট সদস্যর জীবনে বড় একটি অর্জন। আমি দোয়া করি এই পরিভ্রমনে আসা তিনটি ছেলেই যাতে এই অর্জনটা নিতে পারে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD