সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন
শামীম আহমেদ ঃ
বরিশালের হিজলায় তিন প্রশাসনিক সংস্থা মৎস্য অধিদপ্তর, র্যাব ও কোস্টগার্ডের যৌথ
অভিযানে জালের দোকান ও গোডাউনে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের কারেন্ট ও
চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
আজ (৩) এপ্রিল বুধবার সকালে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ
আলম জানান, উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বড় লক্ষিপুর এলাকায় মঙ্গলবার
বিকেলে অভিযান চালিয়ে ৫ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ৮ টি চায়না জব্দ করা হয়।
যার আনুমানিক মূল্যে প্রায় এক কোটি টাকা।
জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা
হয়েছে। একইদিন মুলাদী উপজেলার নয়া ভাঙ্গনী নদীতে অভিযানে একটি পাই জাল ও
কয়েকটি চরঘেরা জাল জব্দ করে মোবাইল কোর্ট চালিয়ে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম
উদ্দিন। উভয় অভিযানে র্যাব-৮ এর ডিএডি মোঃ সাইফুল ইসলাম, কোষ্ট গার্ডের
কন্টিনজেন্ট কমান্ডার মোঃ জহিরুল ইসলাম অংশগ্রহন করেন।