শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মহিপুরে কোস্টগার্ডের অভিযানে অবৈধ ২টি ট্রলিং বোট সহ ৮ জেলে আটক ট্রলারডুবির ৮ দিন পরে সৈকতে ১ জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ-৪ কলাপাড়ায় ডেঙ্গু রোধে ময়লার ভাগারে ইউএনও’র অভিযান বাউফলে বালু ভ‌র্তি কারগো নি‌য়ে ব্রিজের নিচ দি‌য়ে যাওয়ার সময় শ্রমি‌কের দেহ থে‌কে মাথা বি‌চ্ছন্ন কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ ও সন্মাননা কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতির পদ স্থগিত কুয়াকাটা সি-বিচ রক্ষণাবেক্ষণের আশ্বাস দিলেন বিভাগীয় কমিশনার ও ডিসি বাউফলের তেঁতুলিয়ায় ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার কুয়াকাটা সমুদ্র সৈকত, ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন বেড়িবাঁধে সবুজ বেষ্টনী প্রকল্পের গাছ কেটে পাউবো’র যায়গায় দোকান ঘর নির্মাণ’র অভিযোগ দুমকিতে সরকারি ডাক্তার এনামুল হক কর্তৃক রুগীর স্বজনকে হুমকি প্রদানে থানায় অভিযোগ টেকসই বাধের অভাবে চরাঞ্চলের হাজারো মানুষ পানিবন্দি লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল।।পায়রা সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
গলাচিপায় দরিদ্র নারীদের ভাগ্য উন্নয়নে স্বপ্ন উপকারভোগী নির্বাচন অনুষ্ঠিত

গলাচিপায় দরিদ্র নারীদের ভাগ্য উন্নয়নে স্বপ্ন উপকারভোগী নির্বাচন অনুষ্ঠিত

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় গ্রামের দরিদ্র নারীদের ভাগ্য উন্নয়নে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন-২য় পর্যায়) প্রকল্পের স্বপ্ন উপকারভোগী নির্বাচন অনুষ্ঠিত হয়।

উপজেলার গোলখালী ইউনিয়নে সোমবার (২৫ মার্চ) সকাল ৯ টায় লটারীর মাধ্যমে শুরু হয় এ যাচাই বাছাই নির্বাচন। গোলখালী ইউনিয়নের ৩টি বুথে ৯টি ওয়ার্ডের ৪ জন করে মোট ৩৬ জন দরিদ্র নারীদের ভাগ্য উন্নয়নে নির্বাচিত করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশীলন গলাচিপা উপজেলার পিসি মোসা. মারুফা সুলতানা, পানপট্টি ইউনিয়নের ওয়ার্কার মোসা. মুক্তা, গোলখালী ইউনিয়নের ওয়ার্কার মোসা. মানসুরা, চরবিশ^াস ইউনিয়নের ওয়ার্কার মো. আমিনুল ইসলাম (অনিক), গলাচিপা সদর ইউনিয়নের ওয়ার্কার মোসা. সালমা বেগম, গোলখালী ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের মেম্বর, সংরক্ষিত মহিলা মেম্বর ৩ জন সহ সাংবাদিক ও স্থানীয় সুশীল সমাজ।

এ সময় প্রধান অতিথি হিসেবে মো. নাসির উদ্দিন হাওলাদার, দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

ফলে দেশের উন্নয়নে নারীরা অবদান রাখছে।

নারীদেরকে স্বাভলম্বী করার সুযোগ করে দিচ্ছে সরকার। উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন-২য় পর্যায়) প্রকল্প বিষয়ে বিশেষ অতিথি সুশীলন গলাচিপা উপজেলার পিসি মোসা. মারুফা সুলতানা বলেন, স্বপ্ন প্রকল্প, মাননীয় প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার প্রকল্প। এই প্রকল্পের উপকারভোগী শতভাগই হত দরিদ্র নারী। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা করেছিলেন ঘরে ঘরে চাকুরী প্রদান করবেন।

এই প্রকল্পটি শতভাগই হত দরিদ্র নারীদের চাকুরী প্রদানের প্রকল্প। উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ায় “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করা হয়েছে। (স্বপ্ন-২য় পর্যায়) প্রকল্প সফলতার সাথে বাস্তবায়িত হচ্ছে এবং কাঙ্খিত ফলাফল অর্জিত হয়েছে। গোলখালী ইউনিয়নে ৯টি ওয়ার্ড থেকে ৪ জন করে মোট ৩৬ জন উপকারভোগী নির্বাচিত করা হয়েছে।

যাদের সবাই হত দরিদ্র, অসহায়, বিধবা নারী। এরা উন্নয়নমুখী কাজ করে অত্র ইউনিয়নের সুনাম বয়ে আনবে এবং সবার জন্য প্রেরণা হয়ে উঠবে বলে আমি মনে করি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD