সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
৩১ জানুয়ারি বুধবার বিকাল ৪ টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গৌরনদী এর আয়োজনে খানজাপুর ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের (হাইব্রীড জাত) বীজ সমলয়ে চাষাবাদ ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচীর আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) গৌরনদী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি বরিশাল মোঃ মুরাদুল হাসানসহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম প্রণোদনা কর্মসূচীর আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের শুভ উদ্বোধন করেন এবং প্রান্তিক চাষীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।