শনিবার, ০৫ Jul ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আলামিন সিকদারের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য কর্ণেল জাহিদ ফারুক শামিম।
৮ই জানুয়ারী সোমবার দুপুর ১২ ঘটিকায় শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে ৪তলায় সার্জারি বিভাগে চিকিৎসাধীন সাংবাদিক আলামিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। তার পরিবারসহ কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলেন। এসময় তিনি সুচিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শ দেন।
এছাড়া নির্বাচনের সহিংসতায় আরও রোগীদের খোঁজখবর নেয়া শেষে উপস্থিত সাংবাদিকদের ডিএমপি কমিশনার বলেন, সাংবাদিক আলামিন সহ যারা বিভিন্ন কারনে আহত হয়ে ভর্তি রয়েছেন তাদের চিকিৎসার জন্য পুলিশ সার্বক্ষণিক খোঁজ রাখছে। হাসপাতালের ডাক্তারদের অনুরোধ করা হয়েছে তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য। এ ছাড়া সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, ৭ই জানুয়ারী সন্ধ্যা ৭টার দিকে নগরীর ৬নং ওয়ার্ড হাটখোলা এলাকায় অতর্কিত হামলার শিকার হন বরিশাল ক্রাইম নিউজের সাংবাদিক আলামিন সহ আরও দুজন ব্যক্তি।নির্বাচনী সহিংসতার শিকার হয়ে বর্তমানে শেরে বাংলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা।