শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
অনলাইন ডেক্স: বরিশাল নগরে জমি নিয়ে বিরোধের দুই পক্ষের মারামারিতে আহত বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাতে নগরের ২৩নং ওয়ার্ড গাবতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত বৃদ্ধ হলো-সেজন আলী (৭৫) ওই এলাকার মৃত কোব্বা আলীর ছেলে।
নিহতের ছেলে মো. মিন্টু বলেন, জমি নিয়ে তাদের সঙ্গে মৃত আনসার সরদারের ছেলে শাওন সরদার (৩৫) ও সজল সরদার (২৬) বিরোধ রয়েছে। বিরোধের জেরে রাত আটটার দিকে তাদের মধ্যে কথাকাটা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। তখন বাবা এগিয়ে গেলে তাকে সজোরে লাথি দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান।
ঘটনার পর পুলিশ শাওন ও সজলকে পুলিশ হেফাজতে নিয়েছে জানিয়ে মিন্টু বলেন, এ ঘটনায় তিনি মামলা করবেন।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, খবর পেয়ে তারা হাসপাতালে গিয়েছেন। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।