বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ,সাধারন সম্পাদক নাসির উদ্দীন নাসির কলাপাড়ায় কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণদের সন্মাননা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষ থেকে বরিশাল মহানগর বিএনপির ঈদ উপহার বিতরণ পর্যটক আকর্ষনে ঈদকে ঘিরে কুয়াকাটায় চলছে শেষ সময়ের প্রস্তুতি কলাপাড়ায় ঈদের চাঁদ উৎসব কলাপাড়ায় ১১ গ্রামের ১৫ হাজার মানুষ উদযাপন করছে আগাম ঈদ পটুয়াখালীতে আজ ৩৫টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন পালিত হচ্ছে কলাপাড়ায় ৩৪টি এসএসসি ব্যাচের ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৫’ অনুষ্ঠিত কলাপাড়া পৌর নির্বাচন।।মেয়র পদে নির্বাচন করতে তৎপর নান্নু মুন্সী কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম জিয়ার রোগমুক্তির জন্য ইফতার কলাপাড়া সাংবাদিক ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠান কুয়াকাটায় ১০ দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপি সভাপতির দুই ছেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ নেতার পদ স্থগিত বাউফলে থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
হাসপাতাল মর্গের একমাত্র ফ্রিজ বিকল, বিপাকে মৃতদের স্বজনেরা

হাসপাতাল মর্গের একমাত্র ফ্রিজ বিকল, বিপাকে মৃতদের স্বজনেরা

Sharing is caring!

অনলাইন ডেক্স:  দেড় মাসের বেশি সময় ধরে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের একমাত্র ফ্রিজটি বিকল। এতে মরদেহ নিয়ে বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ ও মৃতদের স্বজনেরা। মরদেহ সংরক্ষণে নিজ খরচে বরফ কিনতে হচ্ছে নিহতদের পরিবারকে।

ফ্রিজ নষ্ট, তাই মরদেহ সংরক্ষণ করা হচ্ছে কেনা বরফ দিয়ে। মাস দেড়েক ধরে এই অবস্থা বরিশাল শের-ই বাংলা মেডিকেল মর্গে। বরফের খরচ টানতে হচ্ছে স্বজনদের। আর অজ্ঞাতপরিচয়দের মরদেহ পাঠানো হচ্ছে আঞ্জুমান মফিদুল ইসলামে।

নিহতের এক স্বজন বলেন, ‘আত্মিয়া আত্মহত্যা করার পর এই মর্গে মরদেহ আনার পর দেখা যায় মরচ্যুয়ারির ফ্রিজ নষ্ট। গাটের পয়শা খরচ করে মরদেহ টিকিয়ে রাখছি। ২৪ ঘণ্টায়ও মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। এখন মরদেহে পচন ধরলে আমরা কোথায় যাব। কর্তৃপক্ষের উচিত ছিল বিকল্প ব্যবস্থা করে রাখা।

২০০৭ সালে হাসপাতাল মর্গে সংযোজন করা হয় দুটি উচ্চক্ষমতা সম্পন্ন ফ্রিজ। সে সময়ই একটি ফ্রিজ অচল হয়ে যায়। তখন থেকে একটা ফ্রিজই ভরসা, যেখানে একসঙ্গে ছয়টি মরদেহ সংরক্ষণ করা যায়। বেশ কয়েকবার এ ফ্রিজটি বিকল হয়। সবশেষ ২৫ সেপ্টেম্বর থেকে অচল একমাত্র ফ্রিজটিও।

শের-ই মেডিকেল মর্গ তত্ত্বাবধায়ক মো. সাইফুল ইসলাম জানান, বর্তমানে ফ্রিজটির কম্প্রেসার গ্যাসসহ নানা সমস্যা হয়েছে। এ ছাড়া পুরনো বৈদ্যুতিক লাইনেও সমস্যা রয়েছে। এ জন্য বার বার এটি নষ্ট হয়ে যায়। ফ্রিজ এবং বৈদ্যুতিক লাইন দুটোই পুরনো হওয়াতে মাঝে মধ্যেই এমন সমস্যা হচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে শের-ই বাংলা মেডিকেলের ওয়ার্ড মাস্টার মো. আবুল কালাম বলেন, ‘আমি মরচ্যুয়ারির দায়িত্ব নিয়ে অনেক কষ্টে আছি। মরদেহের স্বজনদের নানা কথা শুনতে হয়। বর্তমান মেশিনটি দিয়ে কোনোভাবেই সেবা দেওয়া সম্ভব নয়। কেননা এই ফ্রিজটি বছরে তিন থেকে চার বার অচল হয়ে যাচ্ছে। এটির তাপমাত্রা ধারণক্ষমতা একেবারেই নড়বড়ে। বেশিক্ষণ মরদেহে সংরক্ষণ করতে গেলেই তাতে পচন ধরছে।’

সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘এই মর্গের দুটি ফ্রিজে ১২টি মরদেহ সংরক্ষণের কথা ছিল। কিন্তু একটি ফ্রিজ সচল থাকায় এতদিন আমরা ছয়টি মরদেহ সংরক্ষণ করতে পারতাম। আমরা নতুন দুটি ফ্রিজ চেয়ে চিঠি দিয়েছি। এটি পাওয়া গেলে মরদেহ সংরক্ষণ সেবা আরও ভালো হবে। বর্তমানে অচল ফ্রিজ সচল করতে ঢাকা থেকে লোক আসছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD