বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: ডায়াবেটিসের ঝুকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’ শ্লোগানে বরিশালে আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৮টায় ডায়াবেটিক সমিতির আয়োজনে বরিশাল নগরের জিলা স্কুল মোড় থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরোডস্থ অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন আহম্মদ ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।
পরে বরিশাল ডায়াবেটিক সমিতির কোশাধ্যক্ষ মো. হান্নান মল্লিকের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. একে এম শাহিনুর রহমান ও আলতাফ মাহামুদসহ অন্যান্যরা।
দিবসটি উপলক্ষ্যে সেখানে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় করা হয়।