বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
অনলাইন ডেক্স: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আসন্ন রবি মৌসুমের সরকারী প্রনোদনা ও পুণঃর্বাসন কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় উপজেলার ১৬শ ৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারের মধ্যে সরকারের বিনামূল্যে বিভিন্ন খাদ্য শষ্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এছাড়াও জাতীয় ইঁদুর নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে কৃষি অফিস হল রুমে চলতি বছরে রবি মৌসুমে কৃষি অধিদপ্তরের আওতায় বিনামূল্যের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনিুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৬শ ৫০জন চাষীকে ১ কেজি সরিষা ও ১৫ কেজি এমওপি এবং ড্যাপ সার, ১০ কেজি গম ও ২০ কেজি এমওপি এবং ড্যাপ সার, ১ কেজি সূর্য্যমুখী ও ১৫ কেজি এমওপি এবং ড্যাপ সার, ৫ কেজি মুগডাল ও ১৫ কেজি এমওপি এবং ড্যাপ সার, ৫ কেজি মশুর ডাল বীজ এবং ১৫ কেজি সার, ৬ কেজি খেসারী বীজ ও ১৫ কেজি করে এমওপি এবং ড্যাপ সার বিতরণ করা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চোরম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা কৃষি অফিসার পিযুষ রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর বসু, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, মো.রফিকুল ইসলাম তালুকদার, বরিশাল জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল, উপসহকারি কৃষি অফিসার মনোতোষ সরকার, তুলি দাস সহ অন্যান্য কর্মকর্তাগণ। সভা শেষে অতিথীরা জাতীয় ইঁদুর নিধন কার্যক্রমের উদ্বোধন করেন।