বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ, গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুখ, মসুর ডাল) বিতরণ করা হয়েছে।
রবি ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৩ হাজার ৯৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়।
মঙ্গলবার (৭ নভেম্বর ) সকালে বাবুগঞ্জ উপজেলা কৃষি প্রশিক্ষন হল রুমে কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাকিলা রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার শাহ মো. আরিফুর রহমানের সঞ্চালনায় বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মামুনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু, মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন ,উপ সহকারি কৃষি কর্মকর্তা সুরুজ সিকদার,তারিকুল ইসলাম প্রমূখ। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের সার্বিক তত্তাবধায়নে এ সার ও বীজ বিতরণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে সেই লক্ষ্যে ও খাদ্য মোকাবিলা বড় চ্যালেঞ্জ নিয়ে বিনামূল্যে কৃষকদের এই সার ও বীজ বিতরণ করছেন সরকার। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মামুনুর রহমান বলেন, ২০২২-২৪ অর্থ বছরে কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৯৯০ জন কৃষকের মধ্যে চাহিদা মোতাবেক ধান, গম, ভুটা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুখ, মসুর বিতরণ করা হচ্ছে। এর আগে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়। এবারের প্রতিপাদ্যে ইঁদুরের দিন হবে শেষ গড়বো সোনার বাংলাদেশ।