শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
দেশবাসীকে তারেক রহমানের ধন্যবাদ জ্ঞাপন ৩০০ ফিটের সব বর্জ্য অপসারণ করবে বিএনপি দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরিশালে শীতার্তদের পাশে ‘স্মার্ট উদ্যোগ’ ও ‘এস ই এফ সংগঠন বাউফলের কালাইয়া মাদ্রাসার হাফেজদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত তালতলীতে সুশীলন, সিসিএইচআর প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশালে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছে আল আরাফাহ ইসলামি ব্যাংক ‎ পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর গোলখালী ইউনিয়নে পথযাত্রা কলাপাড়ায় ৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ৯নং ওয়ার্ড জয়ী কুয়াকাটায় পতিতাবৃত্তির অভিযোগে জামায়াত সভাপতি বহিষ্কার গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ পটুয়াখালীতে ভূমি দস্যুদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: জব্দ  হলো অবৈধ ভ্যাকু পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র সংগ্রহ তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে হাদী হত্যাকাণ্ড -রহমাতুল্লাহ
পটুয়াখালীতে ভাড়াটিয়া মাস্তানদ্বারা জমিদখল, রক্তক্ষয়ী সংঘর্ষে আহত- ৫

পটুয়াখালীতে ভাড়াটিয়া মাস্তানদ্বারা জমিদখল, রক্তক্ষয়ী সংঘর্ষে আহত- ৫

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের মধ্যে বোতল বুনিয়ায় দির্ঘ পঞ্চাশ বছর ভোগ দখলীয় জমিতে মালিকপক্ষ গত এনায়েত হোসেন তারা গাজী গংরা ধান রোপনকে কেন্দ্র করে প্রতিপক্ষ আবুল হোসেন গং রা ১ লাখ টাকা চাদার দাবি করে।

পুরোন না করায় পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতে ভাড়াটিয়া মাস্তান দিয়ে জমিদখল ও রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর ৫ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। এব্যপার জমির মালিক মোঃ এনায়েত হোসেন তারা গাজী (৫৫) বাদী হয়ে ন্যায় বিচারের স্বার্থে গত ৫ সেপ্টেম্বর পটুয়াখালী বিজ্ঞ আদালতের দ্রুুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১৩১/২০২৩ ইং। মামলা সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে বাদীর ক্রয়কৃত জমিতে ধানের বিজ রোপনের সময় আসামিরা মোঃ আবুল হোসেন (৪০) আবদুস সোবাহান গাজী (৫৫), ফুলমালা বেগম (৩৫), মোঃ শাকিল (১৯), এবং ভাড়াটিয়া আসামি মোঃ জয়নাল হাওলাদার (৫০), আবুল হোসেন (৩০), আনোয়ার মৃধা (৩০) দেশীয় অস্ত্র দা,কাচি,লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে প্রাননাশের আক্রমণ চালায়। তাদের আক্রমণে বাদীর ছেলে মোঃ রুবেল গাজী (২৫), বাদীর বড় ভাই চান গাজী (৬৫), চান গাজীর ছেলে মুছা গাজী (৩০), বাদীর আরেক ছেলে খালেক গাজী (৪০) ও বাদীর চাচাতো ভাইয়ের স্ত্রী মরিয়ম (৩৫) গুরুতর আহত হয়। এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য স্থানীয়রা পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে এনে ভর্তি করেন। যাদের মধ্যে ৩ জনার অবস্থা আশংকাজনক। উল্লেখ্যঃ উক্ত মামলার সাক্ষীরা হলেন,মো, রুবেল গাজী(২৫) মো,চান মিয়া গাজী(৬৫)মো, মুছা গাজী(৩০) মো,খালেক গাজী(৪০) মোসা, মরিয়ম বেগম(৩৫) সর্ব সাং মধ্যে বোতল বুনিয়া। ও কর্তব্যরত ডাক্তার থানা ও জেলা পটুয়াখালী রয়েছে।

এ বিষয় মামলার বাদী তারা গাজী দৈনিক বরিশাল সমাচারকে বলেন, আসামিদের সাথে আমাদের পূর্বে থেকে জমি নিয়ে বিরোধ ছিলো। এরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বীজ রোপনের মৌসুম এলেই সন্ত্রাসীরা সাধারণ কৃষকদের কাছে চাঁদা চায়।

নইলে জমিতে তাদের অংশ আছে বলে মিথ্যা হয়রানি করে মোটা অংকের চাদার দাবি করে। অন্যথায় শালিস ব্যবস্থার নামে হয়রানি করে। এরই ধারাবাহিকতায় আসামিরা আমার কাছে নগদ ১ লক্ষ টাকা দাবি করে।

চাঁদার টাকা না দেয়াতে ৪ তারিখ আমার পরিবার হামলার শিকার হয়। আমি ন্যায় বিচারের স্বার্থে বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়েছিল। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবি আই, তদন্তের জন্য নির্দেশ দেন । এসময় তিনি আরো বলেন, এই ভূমিদস্যু সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করায় প্রতিনিয়ত হুমকির মুখে আছি আমরা।

সার্বিক বিষয়ে জানতে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, মারামারি বিষয়টি আমি জানতে পেরেছি। এখানে উভয় পক্ষ মারামারি করেছে। এবিষয়ে তারা যদি থানায় লিখিত অভিযোগ দেয় সেক্ষেত্রে আমরা তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করবো বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD