রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন
অনলাইন ডেক্স: পটুয়াখালীতে মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে রাবেয়া বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া বেগম ২ নম্বর বদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জেম হাওলাদারের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে ছেলে সালাউদ্দিনকে ভাত খেতে বললে সে তার বোন মনিকা বেগমকে ধাওয়া দেয়। পরে সালাউদ্দিনের মা রাবেয়া বেগম আবারও ভাত খাওয়া জন্য বললে সালাউদ্দিন রেগে ঘরে থাকা একটি তাল গাছের রুয়া (লাঠি) দিয়ে রাবেয়া বেগমের মাথায় আঘাত করেন। এতে রাবেয়া বেগম মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় এবং অভিযুক্ত ছেলে সালাউদ্দিনকে পটুয়াখালী সদর থানায় নিয়ে যায়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, অভিযুক্ত সালাউদ্দিন হাওলাদারকে (২০) আটক করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে।