বুধবার, ০২ Jul ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হ-ত্যা চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে লিখনি বজায় রাখবে বাংলানিউজ – মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় দুই এইচএসসি পরীক্ষার্থী বহিস্কার সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের শিক্ষকদের বিদায় সংবর্ধনা শিক্ষাবোর্ড কর্মচারী বড় সিরাজের দলবদল পরিক্রমা শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন বিভাগ পূর্বের স্হানে ফিরিয়ে নেয়ার দাবীতে মানববন্ধন বরিশালে ছাত্রশিবিরের “সাথী শিক্ষা বৈঠক–২০২৫” অনুষ্ঠিত অসুস্থ শ্রমিকদল নেতার পাশে দাঁড়ালেন ফয়েজ খান কুয়াকাটায় অতিরিক্ত মদপানে পর্যটকের মৃত্যু সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের বিএ অনার্স (২০১৯-২০) এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বরিশালে কাশিপুর ও বাঘিয়ায় সক্রিয় অপরাধীরা, প্রশাসনের নজরদারী বাড়ানোর দাবিতে মানববন্ধন লক্ষ্য রাখতে হবে আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাজ, দাগি আসামি যাতে দলে ভিড়তে না পারে (আবদুল আউয়াল মিন্টু) কলাপাড়ায় নানা আয়োজনে রথ উৎসব অনুষ্ঠিত বরিশালে জিয়া সড়ক রাস্তা ও ড্রেনেজ সংস্কারের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর নিহত যুবদল নেতার কন্যার বিয়েতে মানবিকতার অনন্য দৃষ্টান্ত অ্যাডভোকেট মাজহারুল ইসলাম জাহান
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি সরবরাহ বন্ধ

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি সরবরাহ বন্ধ

Sharing is caring!

অনলােইন ডেক্স: বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত পাঁচ দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্প বিকল হওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

এতে চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালে ভর্তি হওয়া রোগী এবং তাদের সঙ্গে আসা স্বজন ও আবাসিক ভবনে বসবাসরত ডাক্তার এবং কর্মকর্তারা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আবাসিক ভবনে পানি সরবরাহের জন্য এক বছর আগে একটি নতুন বৈদ্যুতিক মটর বাসানো হয়। মটরটি ২৩ আগস্ট বুধবার দুপুরে হঠাৎ বন্ধ হয়ে যায়। এর পর থেকে আজ ২৭ আগস্ট রোববার পর্যন্ত পাঁচদিন আমতলী হাসপাতাল এবং আবাসিক ভবনে পানি সরবরাহ বন্ধ রয়েছে। নোংরা হয়ে আছে হাসপাতালের পরিবেশ। সর্বত্র ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ।

রোববার (২৭ আগস্ট) দুপুরে সরেজমিন ঘুরে দেখা গেছে, হাসপাতালে ট্যাপ থেকে পানি পড়ছে না। রোগী এবং স্বজনরা বালতি এবং পানির বোতল ভরে বাহিরের গভীর নলকূপ থেকে পানি নিয়ে আসছেন

আমতলী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের পানি সরবরাহের জন্য ২০২২ সালের প্রথম দিকে ৮-৯ লাখ টাকা ব্যয়ে একটি বৈদ্যুতিক মটর বসানো হয়।

হাসপাতালের আবাসিক ভবনে চিকিৎসক, নার্সসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ বসবাসরত চাকরিজীবীরা পড়েছেন মহাবিপদে। হাসপাতালের অভ্যন্তরে একটি স্বাস্থ্য কর্মকর্তা, চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মকর্তাতাদের জন্য রয়েছে ৪টি আবাসিক ভবন। ওই সব ভবনে বসবাসরত চিকিৎসক, নার্স এবং কর্মচারীরা পানির অভাবে ঠিকমত গোসলসহ সাংসারিক কাজকর্ম করতে পারছেন না।

রোগীর সঙ্গে আসা শিরিনা বেগম নামে এক স্বজন বলেন, গভীর নলকূপ থেকে পানি ভরে চার তলায় নিয়ে ওঠা খুব কষ্টকর। এভাবে আর পারা যায় না।

ডেঙ্গু জরে আক্রান্ত লিটন কাজী বলেন, এখানে চিকিৎসার জন্য আসার পর থেকে টয়লেটের ট্যাপে পানি নেই। পানি সরবরাহ বন্ধ থাকায় অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছেন।

ষাটোর্ধ্ব আব্দুল জব্বার নামে এক রোগী বলেন, বাবা বয়সের কারণে এমনিতেই ঠিকমত হাঁটতে পারি না তার ওপর ডেঙ্গু জ্বর। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে এখানে পানি নাই।

হাসপাতালের আবাসিক ভবনে বসবাসরত নার্স রেবা, সালমা, মোর্শেদা, আঁখি বলেন, হাসপাতালের পানি তোলার বৈদ্যুতিক পাম্প মেশিনটি নষ্ট থাকায় এখন আমরা পানি পাই না। বিকল্প ব্যবস্থায় বাহির থেকে পানি সংগ্রহ করে তা দিয়ে সাংসারিক, রান্নাবান্না ও ধোয়া মোছাসহ বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। ‘আমাদের পানি না হলে এক মিনিটও চলে না।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, ঠিকাদার ও স্বাস্থ্য প্রকৌশলীর যোগসাজশে কম মূল্যের এবং নিম্ন মানের একটি বৈদ্যুতিক মটর বসানোর কারণে এক বছরের মাথায় সেটি আবারও নষ্ট হয়ে গেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল মুনায়েম সাদ বলেন,পানির পাম্পে সমস্যা দেখা দিয়েছে। সমস্যা সমাধানের জন্য সিভিল সার্জন এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলীকে জানানো হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর পটুয়াখালীর উপ-সহকারী প্রকৌশলী দেবব্রত হালদার বলেন, কি কারণে মটরটি নষ্ট হয়েছে তা জানি না তবে শিগগিরই মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD