রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
অনলাইন ডেক্স: বরিশালের বানারীপাড়া উপজেলায় স্ত্রীকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার বানারীপাড়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গাভা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কারিমা বেগম (২৬) গাভা এলাকার ভ্যানচালক আব্দুল ছালাম হাওলাদারের স্ত্রী। ছালাম ওই এলাকার আজিজ হাওলাদারের ছেলে। কারিমা দুই সন্তানের জননী।
বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মমিনউদ্দিন বলেন, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ছালাম লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করেন। বাড়ির পাশের খালের পানিতে চুবিয়ে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত হলে মরদেহ খালের তীরে এনে লুঙ্গি দিয়ে ঢেকে রাখেন। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশ খবর দিলে মরদেহ উদ্ধার করে ছালামকে আটক করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন ছালাম। স্ত্রী তাকে পরকীয়া প্রেমে জড়িত সন্দেহ করতেন। এ নিয়েই তাদের মধ্যে ঝগড়া হতো। এর জেরে স্ত্রীকে হত্যা করেছেন বলে স্বীকার করেন ছালাম।
নিহত কারিমার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পরিদর্শক মমিনউদ্দিন।