সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রসাশনের উদ্যোগে সোমবার (১৪ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ গাছের চারা বিতরণ করা হয়।
কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা কোমলমতি শির্ক্ষাথীদের হাতে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান (এমপি)। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনা পারভীন সীমা, কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।