রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সারজিস আলম বলেছেন, খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্নে, তাদের পক্ষে কারও সাফাই গাওয়ার প্রশ্নই আসে না কলাপাড়ায় জাকির স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে সিকদার বাড়ি চ্যাম্পিয়ন কুয়াকাটায় একটি ইলিশ অনলাইনে ৬ হাজার টাকায় বিক্রি কলাপাড়ায় নিম্নবিত্তদের স্বস্থি দিতে সরাসরি কৃষকদের সবজি বাজার গুজব ছড়ানোর আগে তিনি নিজের ভাই-বোন-পরিবারের কথা চিন্তা করতে বলেছে : স্নিগ্ধ কলাপাড়ায় পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ সভাপতি গোসাই – সম্পাদক বিকাশ।কলাপাড়ায় শ্রীগুরু সঙ্ঘের কমিটি গঠন মহিপুরে নসিমনের নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু তথ্য পরিচালক মনিরুজ্জামানের মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক কলাপাড়ায় আমন মৌসুমে উফসী জাতের ধানের নিবিড়তা বৃদ্ধিকরন শীর্ষক মাঠ দিবস সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধান বাংলাদেশ প্রতিবেশীসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমকে কারাগারে পাঠিয়েছেন আদালত ঝালকাঠির রাজাপুরে ব্যারিস্টার শাহজাহান ওমরের গাড়ি ভাঙচুর করা হয়েছে মামলা দিতে থানায় গেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ কলাপাড়ায় পৌর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ
বিএনপির সংসদে যোগদানের ব্যাখ্যা চাইলেন মওদুদ

বিএনপির সংসদে যোগদানের ব্যাখ্যা চাইলেন মওদুদ

Sharing is caring!

বিএনপির এমপিদের সংসদে যোগদানের কারণে দলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিএনপির অবস্থান নিয়ে শত শত প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্নগুলোর উত্তর আমাদের দিতে হবে। যদি আমরা দিতে পারি তবে আমরা এই সংগঠনকে আরো অনেক বেশি সঙ্ঘবদ্ধ করতে পারবো।

বুধবার (২৯ মে) রাজধানীর রমনায় ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মওদুদ আহমদ।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

মওদুদ বলেন, যেই নির্বাচন বর্জন করেছি, সেই সংসদে যোগ দেয়ার কারণে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই ধরনের ক্ষোভ থাকা ভালো না। এই ক্ষোভ যদি দূর করতে না পারি তাহলে জাতীয়ভাবে রাজনীতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমাদের কোটি কোটি সমর্থক থাকবে,  কিন্তু জাতীয় পর্যায়ে রাজনীতি যদি সঠিকভাবে নির্ধারণ করতে না পারি, পরিচালনা করতে না পারি তাহলে আমরা শহীদ জিয়ার এই দলকে সুসংগঠিত করতে পারবো না।

তিনি আরো বলেন, আমরা যারা আছি, আমরা যদি ব্যর্থ হয়ে থাকলে আমাদের সরিয়ে নতুন নেতৃত্বের ব্যবস্থা করেন। কিন্তু দলটাকে শক্তিশালী রাখতে হবে।

ব্যারিস্টার মওদুদ বলেন, এখন বিএনপির জন্য বিরাট সংকটকাল। আমাদের নেত্রী অসুস্থ এবং কারাগারে। আমি এটুকু বলতে চাই, আজকে না হয় কালকে খালেদা জিয়া মুক্ত হবেন এবং আমাদের মাঝে ফিরে আসবেন। কিন্তু তিনি এ মুহূর্তে কারাবন্দি। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, আমরাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তিনি আমাদের নেতৃত্ব দিতে পারছেন না।

তিনি বলেন, তারেক রহমান ৮ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছেন। আর দেশে চলছে একদলীয় নিষ্ঠুর স্বৈরাচারী শাসন। তাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন, সর্বক্ষেত্রে ঐক্য বজায় রাখা। আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে।

মওদুদ আহমদ আরো বলেন, নির্বাচন পরবর্তীতে দলীয়ভাবে ফলাফল প্রত্যাখান করেছি এবং সংসদকে অবৈধ উল্লেখ করেছি। এজন্য আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন ও উপজেলা নির্বাচনে অংশ নেই নাই। যারা অংশগ্রহণ করেছিলেন তাদের আমরা বহিষ্কার করেছি। গত নির্বাচনে ৩০০ আসনে হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা হয়েছে। তারা জেল খেটেছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে এমনকি অনেকে মৃত্যুবরণও করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD