শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: বরিশালে বিনা উদ্ভাবিত জিংক সমৃদ্ধ আমন ধান বিনা-২০ এর চাষাবাদ পদ্ধতি ও সংরক্ষণ কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় বরিশালের বাবুগঞ্জের রহমতপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্রের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশাল অনুষ্ঠিত হয়।
এতে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিনা মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্ত নাজমুন নাহারের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ বিনা পরিচালক ড.মো. আবুল কালাম আজাদ, রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু, বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার, বরিশাল খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম, বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমান।
বরিশাল জেলার বিভিন্ন উপজেলার ৬০ জন বিনা-২০ ধানের জিংক ও পুষ্টিগুণ বিষয়ে কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়।