বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় দেশের দ্বিতীয় বৃহত্তর বিসিপিসিএল দ্বিতীয় রোলার স্কেটিং ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল পাঁচটায় জাতীয় রোলার স্কেটিং ফেডারেশন ও বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) এর যৌথ আয়োজনে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ০৬ লেন সড়কে এ স্কেটিং ম্যারাথনের আয়োজন করা হয়। ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টর হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি এএনএম বশির উল্লাহ। বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ডক্টর মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোঃ জিয়াউল হাসান,কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। প্রতিযোগিতায় ৬টি ক্যাটাগরিতে বাংলাদেশের ১৮ জেলা থেকে আসা ১৮০ জন রোলার অংশ নেন। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।