শনিবার, ১২ Jul ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
বরিশাল প্রতিনিধিঃ বরিশাল নদী বন্দর দোতলা লঞ্চ টার্মিনাল থেকে পরে এক পথশিশু নিখোঁজ হয়েছে। ১৮ মে বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৫টা ৩০ মিনিটের সময় ঘটনাটি ঘটে।
লঞ্চঘাটের এক পথশিশু চাঁদনী জানান, আমি,আসলাম,জনি, পল্টনের পাশে বসে ছিলাম। হঠাৎ করে পিছন থেকে নাইম এসে সাথী ও আসলামকে ধাক্কা দেয়। এসময় আসলাম সাতার কেটে উঠে। কিন্তু সাথী সাতার জানে না সে ডুবে যায়। আমরা নদীতে ঝাপ দিয়ে বাঁচাবার চেষ্টা করি। কিন্তু সাথীকে আর পাওয়া যায় নি।
ওপর পথশিশু আসলাম বলে, আমরা পল্টনে বসে দুষ্টুমি করছিলাম এসময় পিছন থেকে কে যেনো ধাক্কা দেয়। আমি নদীতে পড়ে গেলে সাঁতার কেটে উপরে উঠি। নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া শিশু’র নাম নাইম (১৩) পিতা অজ্ঞাত, ৫ নং ওয়ার্ড পলাশপুর এলাকার বাসিন্দা।
নিখোঁজ পথশিশু সাথী আক্তার (১২)তাঁর বাড়ি ঢাকা বলে জানা গেছে। বরিশাল নদী বন্দর লঞ্চঘাট এলাকায় থাকতো। সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ জলিল বলেন,স্থানীয় ভাবে আমরা বিষয়টি শুনে ঘটনা স্থালে গিয়ে ফায়ার সার্ভিস খবর দেই।
ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ শিশুটির উদ্ধারের জন্য অভিযান চলমান আছে। বরিশাল নদী বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.এনামুল হক সুমন,জানান আমাদের ফায়ার সার্ভিসের একটি টিম নদীতে উদ্ধার অভিযান চলমান আছে।