সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: আজ ১৫ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে বরিশাল জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন স্যারের নির্দেশনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাকী দাস এর নেতৃত্বে ত্রিশ গোডাউন সংলগ্ন বান্দ রোড ও মেডিকেলের সামনের সড়কে অবস্থিত ৬টি খাবার হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এতে নোংরা, অপরিষ্কার পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করা, নোংরা খাবার পানি, পানির ট্যাংকে ময়লার তলানি ও শ্যাওলা, ডিপ ফ্রিজে কাঁচা ও রান্না খাবার একত্রে সংরক্ষণ, মাছিতে পূর্ণ খাবার পাত্র ইত্যাদি অনিয়মের অপরাধে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৫৩ ধারামতে ৬টি খাবারের হোটেলকে ৫টিতে ৩০,০০০/ করে এবং একটিকে ৫,০০০/ সর্বমোট ১,৫৫,০০০/= টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উক্ত অভিযানে প্রসিকিউসন প্রদান করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন।আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।
অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।