সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের বিভিন্ন সংগঠনের এ্যালায়েন্স এওয়াইডি’র পক্ষ থেকে ইউনিসেফের বিভাগীয় প্রধান তৌফিক আহমদ কে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
৭ই জানুয়ারি শনিবার রাত ৮ টা ৩০ মিনিটে বরিশাল নগরীর সিএন্ডবি রোডস্হ রিয়াল চক্ষু হাসপাতালের পাশে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ এর মূল ভবনের সামনে প্যাভিলিয়ন কনভেনশন হলে এই আয়োজন করা হয়।
ইউনিসেফ বরিশালের চীফ এ এইচ তৌফিক আহমেদের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এলায়েন্স ফর ইয়ুথ এন্ড ডেভলপমেন্ট এর ২৫টি যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আভাস এর নির্বাহী পরিচালক রাহিমা সুলতানা কাজল, বরিশাল বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী ও জেলা প্রশাসকের কার্যালয়ের যুব সংগঠনের সমন্বয়ক দীপ্তি মণ্ডল দিতি।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শালিণ্য সম্পাদক ও জোটের যুগ্ম সমন্বয়ক কিশোর চন্দ্র বালা।সংগঠনটির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা স্বারক উপহার দেয়া হয়।লাভ ফর ফেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে স্যারকে নোটপ্যাড ও কলম উপহার দেন প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার।