সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মান্দিয়া গ্রাম থেকে সোনা ভানু (৪১) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে মান্দিয়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সোনা ভানু মান্দিয়া গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী।
নিহত সোনা ভানুর ভাই জাফিরুল বলেন, স্বামী আতিয়ারের সঙ্গে বেশ কিছুদিন ধরে আমার বোনের বনিবনা হচ্ছিল না। প্রায়ই তাকে মারধর করত আতিয়ার। এর ধারাবাহিকতায় রাতের কোনো এক সময় আমার বোনকে মেরে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে সে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রিপোর্ট হাতে পেলে এটি আত্মহত্যা না অন্যকিছু সেটি জানা যাবে।